Homeএখন খবর' মারো শালো কো' ফোনে নির্দেশ আসতেই একডজন লোক ঝাঁপিয়ে পড়ল রড...

‘ মারো শালো কো’ ফোনে নির্দেশ আসতেই একডজন লোক ঝাঁপিয়ে পড়ল রড আর লাঠি নিয়ে, পুলিশ ছুটল চৌরঙ্গী

সেই বেসরকারি হোটেল যেখানে পালিয়ে আশ্রয় নেন আধিকারিকরা, আহত আধিকারিক শেখ ইয়াসিন 

নিজস্ব সংবাদদাতা: বাস্তবিকই মার্ডার হয়ে যাওয়া থেকে রক্ষা পেলেন খড়গপুর মহকুমা ভূমি রাজস্ব আধিকারিক যদি না অন্য অধিকারিকরা তাঁকে ঘিরে বর্ম তৈরি না করতেন। এমনটাই জানালেন রাজস্ব আধিকারিকদের একজন। বুধবার রাতে খড়গপুর লোকাল থানার অন্তর্গত সাদাতপুর ফাঁড়ি থেকে ৭০০ মিটার দুরে যখন ভূমি রাজস্ব আধিকারিকের দলটিকে ঘিরে সেখ মুসলেমের দলবল এলোপাথাড়ি পেটাচ্ছে তখন সাদাতপুর ফাঁড়ির পুলিশ ভ্যান ছুটছে ৬ কিলোমিটার দুরে চৌরঙ্গীর দিকে। কারন ভূমি রাজস্ব আধিকারিকদের দলটিকে পেটানো হচ্ছিল ‘ওয়াণ্ডর ব্রিকস’য়ের ঠিক পেছনে আল আমিন মিশনের গা ঘেঁষে মুসলেমের মোরাম ডাঁই করে রাখার ঘেরা টোপে। আর পুলিশ ভেবেছে ঘটনাস্থল ‘ওয়াণ্ডর মার্বেল’ তাই গাড়ি ছুটে গেছে চৌরঙ্গীর দিকে। ভুল বুঝতে পেরে পুলিশ যখন ফিরে এসছে ততক্ষনে দুস্কৃতির দল কার্যত ধুইয়ে দিয়েছে মহকুমা রাজস্ব আধিকারিক প্রবীর কুমার রায় সহ চার আধিকারিককে। আড়াআড়ি ভাবে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে রাজস্ব আধিকারিক শেখ ইয়াসিনের।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে বুধবারই রাতে কলাইকুন্ডার দিক থেকে মোরামবোঝাই লরিটিকে চেজ করেছিল রাজস্ব আধিকারিকের দলটি। বেআইনি বালি আর মোরামের কারবারি প্রায় চারডজন লরির মালিক মুসলেমের লরি ছিল এটি। তাড়া খেতে খেতে লরিটি সোজা ঢুকে পড়ে মুসলেমের ওই ঘেরা জায়গায়। পেছনে পেছনে রাজস্ব আধিকারিকদের গাড়ি দুটিও। রাজস্ব আধিকারিকরা নেমে আসতেই তৈরি হয়ে যায় মুসলেমের দলবল। ফোন করতেই ওপাশ থেকে নির্দেশ আসে, মারো শালোকোঁ। এরপরই মুসলেমের ভাইয়ের নেতৃত্বে আক্রমন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মুসলেমের নির্দেশেই যে এই আক্রমন তাতে কোনও সন্দেহ নেই কিন্তু কেন এই আক্রমন তার কারন এখনও বুঝে উঠতে পারছেনা খড়গপুরের ভূমি রাজস্ব আধিকারিকরা। তাঁদের কথায়। ভূমি রাজস্ব অফিসে প্রায় যেতে মুসলেম। বালি আর মোরামের কারবারের জন্য তাকে যেতে হত। পাতি গরুর ব্যবসা থেকে মোরাম আর বালির ব্যবসা করে নাটকীয় উত্থান মুসলেমের। প্রায় পঞ্চাশটি লরির মালিক মুসলেম জানে রাজস্ব দপ্তরকে চটিয়ে এ কারবার করা যায়না। সেই মসলিনের ওই ঘেরাটোপে আক্রান্ত হবে ঘুনাক্ষরেও ভাবতে পারেনি আধিকারিকরা। তাঁদের ধারনা ছিল একটা বড় রকমের ফাইন করে ফিরে আসবেন। কিন্তু হঠাৎই আক্রমন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ব্যাপক আক্রমনের মুখে তিন আধিকারিক ছুটে পালিয়ে যান অন্ধকারে। বাকিদের হাতে , ঘাড়ে , মাথায় চোট লাগে। পালাতে পালাতে কোনও রকমের মহকুমা রাজস্ব আধিকারিকের স্করপিওটি তুলে নেয় কয়েকজনকে। সেই গাড়িটি কজনকে ঢুকিয়ে দেয় ৬নম্বর জাতীয় সড়কের পাশে একটি বেসরকারি হোটেলে। দুটো মোবাইল ঘটনাস্থলেই পড়ে থাকে। অন্ধকারে গা ঢাকা দেওয়া তিন আধিকারিক পরে চলে আসেন ওই হোটেলে। এরপর সাদাতপুর পুলিশ উদ্ধার করে তাঁদের। পুলিশের গাড়িতেই আহত অধিকারিকদের পাঠানো হয় হাসপাতালে। 

RELATED ARTICLES

Most Popular