Homeএখন খবরখড়গপুরের রূপনারায়ন গ্রেপ্তার মাতকাতপুরে গুলি চালানোর নায়করা, স্বস্তি দুই শহরে

খড়গপুরের রূপনারায়ন গ্রেপ্তার মাতকাতপুরে গুলি চালানোর নায়করা, স্বস্তি দুই শহরে

ধৃত দুই ছিনতাইবাজ 

নিজস্ব সংবাদদাতা: বড়সড় সাফল্য খড়গপুর গ্রামীন থানার পুলিশের। শনিবার রাতে ৬নম্বর ও ৬০নম্বর জাতীয় সড়কের সংযোগস্থল রূপনারায়নপুরে অভিযান চালিয়ে ২কুখ্যাত দুস্কৃতিকে জালে ফেলল তারা। গত প্রায় ৬ মাস ধরে ত্রাস হয়ে উঠেছিল এই দুস্কৃতিদের দলটি। খড়গপুরে ২টি, পিংলায় ১টি এবং মেদিনীপুরে ১ টি প্রকাশ্য ছিনতাইয়ের সংগে যুক্ত এই দলটি রীতিমত মাথা ব্যাথার কারন হয়ে উঠেছিল।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ সূত্রে জানা গেছে শনিবার রাতের অভিযানে ধৃত ওই দুই দুস্কৃতি প্রদীপ নায়েক ও বিট্টু বাউরী শুধুই ডাকাতি বা ছিনতাই নয়, পাশাপাশি আন্তরাজ্য গাঁজা চোরা কারবারের সংগে যুক্ত। পুলিশ তাদের কাছ থেকে লক্ষাধিক টাকা মূল্যের ২২কেজি গাঁজা উদ্ধার করেছে।

এখানে বিজ্ঞাপন দিন 

উল্লেখ্য গত ৭ই ফেব্রুয়ারি খড়গপুরের মাতকাতপুর বিএড কলেজের সামনে একটি ব্যাঙ্কের আদায়কর্মীর বাইক থামিয়ে মাথায় বন্দুকের বাঁট মেরে লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছিল দুই দুস্কৃতি। সেই সময় শুন্যে কয়েক রাউণ্ড গুলিও ছোঁড়ে তারা। ওই একই ভাবে এর আগে খড়গপুরের বলরামপুর, পিংলা থানার  এবং মেদিনীপুর কোতওয়ালি থানা এলাকার তাঁতিগেড়িয়াতেও ব্যাঙ্ক কর্মীদের আদায়ের টাকা ছিনতাই হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পাশাপাশি গত ৬ই ফেব্রুয়ারি উক্ত দুই জাতীয় সড়কের সংযোগস্থলে এক সিভিল ইঞ্জিনীয়ারের ৩লক্ষ টাকা ও সোনার গহনা লুট হয়। এই সমস্ত কর্মকাণ্ডের সংগেই গ্রেপ্তার হওয়া এই দুস্কৃতিদের পাশাপাশি আরও কয়েকজন ছিল বলেই পুলিশের প্রাথমিক অনুমান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সূত্রে জানা গেছে ধৃত প্রদীপ নায়েকের বাড়ি খড়গপুর শহরের নিউ ট্রাফিক হরিজন বস্তির আম্বেদকর কলোনীতে। অন্যজন বিট্টু বাউরি মেদিনীপুর শহরের মির্জাবাজার এলাকার সংকরা এলাকার বাসিন্দা। এদের দলে আরও কয়েকজনের মধ্যে এক পিংলা থানা এলাকার বাসিন্দাও রয়েছে। পুলিশ এই চক্রের বাকিদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে। ধৃতদের আরও জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। এই গ্রেপ্তারের খবরে স্বস্তি নেমে এসেছে খড়গপুরও মেদিনীপুর শহরে। 

RELATED ARTICLES

Most Popular