Homeএখন খবরআরপিএফ কান্ডে ফের খড়গপুরে কঠোর পুলিশ, বাইক বাজেয়াপ্ত হলে লকডাউন শেষে ফেরৎ

আরপিএফ কান্ডে ফের খড়গপুরে কঠোর পুলিশ, বাইক বাজেয়াপ্ত হলে লকডাউন শেষে ফেরৎ

নিজস্ব সংবাদদাতা: খড়গপুরে ৬ আরপিএফ জওয়ানের কোভিড পজিটিভ পাওয়ার পর ফের খড়গপুরে কঠোর ভূমিকায় অবতীর্ন হল পুলিশ। লকডাউন ভেঙে রাস্তায় বের হওয়ায় শুরু হল জোরালো ধর পাকড়। পুলিশের হাত থেকে এদিন রেহাই মেলেনি মহিলাদেরও ।

উপযুক্ত কারনের অভাবে এদিন রাস্তায় বের হওয়ার জন্য অন্তত ২৫টি বাইক ও স্কুটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের তরফে পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে উপযুক্ত কারন ছাড়া বাইরে বের হলেই পুলিশ বাইক বা স্কুটি বাজেয়াপ্ত করবে। প্রথমবার ১দিনের জন্য আটক রাখা হবে বাহন । পরের দিন টোকেন একটা ফাইন দিয়ে বাহন ফেরৎ পাওয়া যাবে কিন্তু দ্বিতীয় বার সেই বাহন ধরা পড়লে ছাড়া হবে একেবারে লকডাউন শেষে।

শনিবার খড়গপুর টাউন থানার পুলিশ জোরালো অভিযান চালায় ইন্দা লোকাল থানা ও গেটবাজার সংলগ্ন টাউন থানার মোড়ে। প্রায় দিনভর এই অভিযানে রেয়াৎ করা হয়নি মহিলাদেরও। রাস্তায় যাওয়া আসা করছেন এমন প্রত্যককেই নামানো হয়েছে গাড়ি থেকে, স্ত্রী পুরুষ নির্বিশেষে গাড়ি একপাশে রেখে বাহনের চাবি তুলে দিতে হয়েছে পুলিশের হাতে। প্রতিটি মানুষকে পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উপযুক্ত কারন বা পুলিশকে সন্তুষ্ট না করতে পারলে বাইক, স্কুটি আটক করা হয়েছে। বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে বাহনে স্টিকার লাগিয়ে। ওই স্টিকারধারি বাহন দ্বিতীয় বার ধরা পড়লে লকডাউন অবধি থানাতে চালান করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সব মিলিয়ে এদিন ২৫টি মত বাহন বাজেয়াপ্ত করা হলে রবিবার থেকে আরও বড় প্রস্তুতি নিয়ে নামছে বলেই জানা গেছে।

৬ আরপিএফের করোনা সংক্রমনের ঘটনার পরই শহরকে ফের কঠোর লকডাউনের আওতায় আনতে বদ্ধ পরিকর পুলিশ। রবিবার থেকে শহরের রাস্তা থেকে বাজার পুরোপুরি জটলামুক্ত করতে রাস্তায় স্বমহিমায় অবতীর্ন হবে বলেই জানা গেছে। ফের ড্রোন উড়িয়ে শহর পর্যবেক্ষনের পাশাপাশি এরিয়া ম্যাপিং শুরু হতে পারে। শনিবার অবধি খড়গপুরকে রেড জোন বা কন্টামিনেটেড জোন কিছুই ঘোষনা হয়নি। যা রটেছে তা নিছকই গুজব। রেলের আরপিএফ ব্যারাক, মেস ইত্যাদি আগেই সিল করা হয়েছে। এখুনি উদ্বেগের কিছু নেই তবে সমস্ত রকম প্রস্তুতি নিচ্ছে পুলিশ। আর সেই কারনে শহরের এরিয়া ম্যাপিং করা হচ্ছে বলেই জানা গেছে। সব মিলিয়ে চূড়ান্ত প্রস্তুতি এখন খড়্গপুর পুলিশের।

RELATED ARTICLES

Most Popular