Homeএখন খবরলড়াই কঠিন জেনেই জালিয়াতি টিম পিকের , মন্দিরে হত্যে শুভেন্দুর

লড়াই কঠিন জেনেই জালিয়াতি টিম পিকের , মন্দিরে হত্যে শুভেন্দুর

নিজস্ব সংবাদদাতা: লাখ লাখ টাকার হিলিয়াম বেলুন উড়ছে খড়গপুরের মাথায়। তার এক দিকে লেখা প্রদীপ সরকারের নাম অন্য দিকে তৃনমূল কংগ্রেস। খড়গপুর সদর বিধানসভা নির্বাচনে কোটি টাকার প্রচারে এসেছে দক্ষিণী স্টাইলে বিশাল বিশাল কাট আউট । দক্ষিন ভারতীয় অধিবাসিরা অধ্যুষিত এলাকায় যেমন সেই কাট আউট শোভা পাচ্ছে তেমনই শহরের অভিজাত এলাকা মালঞ্চ , ছোট ট্যাংরায় উড়ছে এক লাখি বেলুন। কিন্ত এত বিলাস বহুল প্রচারেও জয় কি অধরাই থেকে যাচ্ছে ? মাটি থেকে দেড়শ ফুট উঁচু আকাশের থাকা হিলিয়াম বেলুনের মতই কি অধরা থেকে যাচ্ছে খড়গপুরের মাটি?

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্ততঃ প্রচারের শেষ বেলায় টিম পিকে জালিয়াতি আর খড়গপুর শহরের অরোরা গেটে মন্ত্রী শুভেন্দু অধিকারীর হত্যে দিয়ে পড়ার ঘটনা সেরকমই মনে করাচ্ছে।
শনিবার কাকভোরেই শহরবাসীর ঘরে ঘরে ‘দ্য খড়গপুর পোষ্ট’য়ের নামে বাংলা আর ইংরেজিতে ছাপানো কল্পিত সমীক্ষার লিফলেট পৌঁছে দেওয়া হয়েছে। বলা হয়েছে এগিয়ে রয়েছে তৃনমূল প্রার্থী প্রদীপ সরকার। যদিও এরকম কোনও সমীক্ষাই দ্য খড়গপুর পোষ্ট করেনি আর এই ধরনের সমীক্ষার বাস্তবতা নিয়ে যথেষ্টই সন্দেহ প্রকাশ করে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দ্য খড়গপুর পোষ্টয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হয় তৃণমূলের হয়ে খড়গপুর জয়ের দায়িত্বে থাকা প্রশান্ত কিশোরের দলের সঙ্গে। যিনি নিরন্তর মিডিয়ার সঙ্গে যোগাযোগ রাখতেন ফোন করা হয় তাঁকেও। কিন্ত ফোন ধরেননি তাঁরা।
ইতিপূর্বে যখন ১১নভেম্বর আমাদের ফেসবুক পেজের শেয়ার অপশন রিপোর্ট করে ১মাসের জন্য ব্লক করা হয় তখনও তাঁদের ফোন করা হলে তাঁরা সেই দায় অস্বীকার করেছিলেন কিন্ত এবার ফোন ধরার সাহস দেখাননি তাঁরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
টিম পিকে খড়গপুরের প্রথম ছদ্মবেশে কাজ শুরু করে নির্বাচন ঘোষনার পরের দিন থেকেই। দিল্লির সাংবাদিক , এনজিও অধিকর্তা ইত্যাদি ছদ্মবেশে। কিন্ত দ্য খড়গপুর পোষ্ট দ্বিতীয় দিনেই ফাঁস করে দেয় পিকের চেহারা। এরপর দু’ দফায় দ্য খড়গপুর পোষ্টয়ের সঙ্গে আলোচনায় বসতে চায় তাঁরা। উদ্দেশ্য মিডিয়া ম্যানেজ ছিল কিনা বলা যায়না তবে সেই আলোচনা শেষ অবধি হয়নি কারনটা নিশ্চিত ভাবেই আমাদের স্বাধীন কণ্ঠ বজায় রাখার অনমনীয়তা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরপর শহর জুড়ে ব্যক্তিগত স্তরে ‘দ্য খড়গপুর পোষ্ট’ সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করে তারা এবং নিশ্চিত হয়ে যায় যে অসম্ভব জনপ্রিয়তা রয়েছে এই ওয়েব পোর্টালের। আর তারপরেই এই জালিয়াতি সমীক্ষা প্রকাশ করা হয় দ্য খড়গপুর পোষ্টের নামে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
টিম পিকের মতই খড়গপুর জয়ের জন্য দায়িত্ব প্রাপ্ত পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। খোদ মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন তাঁকে। দলের জন্য জি জান লড়িয়ে দিয়েছেন তিনি। এটা তাঁর রাজনৈতিক বাধ্যবাধকতা এখানে আমাদের কিছু বলার নেই। কিন্তু প্রচারের অন্তিম লগ্নে তিনি যেভাবে শনিবার বিকালে গিরি ময়দান সংলগ্ন অরোরা গেটে কেদারনাথ মন্দিরে হত্যে দিয়ে পড়েছেন, শেষ বেলায় দৌড়ে গেছেন ১৮`নম্বর ওয়ার্ডে তাতে মনে হচ্ছে জয় নিয়ে যথেষ্টই শঙ্কায় তিনি। 

RELATED ARTICLES

Most Popular