Homeএখন খবর৭ডিগ্রিতে খড়গপুর, পারদ নামছে মেদিনীপুরেও, শৈত্যপ্রবাহের আশংকা, জমজমাট গরম পোশাকের দোকান

৭ডিগ্রিতে খড়গপুর, পারদ নামছে মেদিনীপুরেও, শৈত্যপ্রবাহের আশংকা, জমজমাট গরম পোশাকের দোকান

নিজস্ব সংবাদদাতা: উত্তুরে হাওয়ার দাপটে কনকনে শীতে বাংলার সাথে কাঁপছে খড়গপুর মেদিনীপুর । বুধবার থেকেই ক্রমশ নামছে পারদ।  শুক্রবার খড়গপুর মেদিনীপুরের পারদ নামল ৭ য়ের গায়ে। এদিন দুই শহরের গড় তাপমাত্রা ১৩ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে রয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া উদ্যানের হিসাব অনুযায়ী মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ২২.২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫৫ ডিগ্রি সেলসিয়াস।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অন্যদিকে আইআইটি খড়গপুর ক্যাম্পাস ওয়েদার রিপোর্ট অনুযায়ী ২২ থেকে ৭য়ের গায়ে ছুঁয়ে থাকছে তাপমাত্রা। খড়গপুর শহরের অনতি দুরে কলাইকুন্ডা বায়ুসেনার তাপমান যন্ত্রও জানিয়েছে পারদ নিম্নমুখি। মধ্য রাতে ৭ থেকে আরও নিচে নামতে পারে পারদ । সব মিলিয়ে হাওয়া অফিস জানিয়েছে শুক্রবারই মরশুমের শীতলতম দিন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সপ্তাহ শেষ তাপমাত্রা আরও নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মোট ১১ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে দুই চব্বিশ পরগনা, পুরুলিয়া, হুগলি, হাওড়া, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং কলকাতায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গিয়েছে পুরোপুরি। ফলে উত্তুরে হাওয়া প্রবেশের পথে আর বাধা নেই। উত্তর-পশ্চিম হিমালয় পার্বত্য এলাকা থেকে ঠান্ডা হাওয়া ঢুকছে বাংলায়। তার জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা এখন কাঁপছে। পৌষের শুরুতেই একলাফে পারদ পতন হয়েছে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহ শেষে হাড়কাঁপানো শীত যে আরও বাড়বে সে পূর্বাভাস আগেই দিয়েছে হাওয়া অফিস। একধাক্কায় পারদ অনেকটাই নামবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ইতিমধ্যেই মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া-সহ একাধিক পশ্চিমাঞ্চলের জেলায় পারদ নেমেছে ৮ ডিগ্রি সেলসিয়াসের নীচে। কোথা কোথাও তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৭ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। এদিকে শীতের কাঁপন ধরতেই ভিড়ে জমজমাট গরম পোশাকের দোকান। খড়গপুর রাবনময়দানের পাশে ভুটিয়া কিংবা মেদিনীপুরের বিদ্যাসাগর হল লাগোয়া গরম পোশাকের দোকানগুলির মুখে এখন চওড়া হাসি। দেদার বিকোচ্ছে পুলওভার, জ্যাকেট, সোয়েটার থেকে হাল ফ্যাশানের উলের কাপড়।

RELATED ARTICLES

Most Popular