Homeএখন খবরবৃষ্টিতে জুবুথুবু লক্ষী পেঁচা, বনদপ্তরের হাতে তুলে দিল খড়গপুর গ্রামীনের স্কুল

বৃষ্টিতে জুবুথুবু লক্ষী পেঁচা, বনদপ্তরের হাতে তুলে দিল খড়গপুর গ্রামীনের স্কুল

নিজস্ব সংবাদদাতা: কাছেই থাকা গাছের কোটরে বৃষ্টির ঝাপটে ভিজছিল পেঁচাটি। অন্য আশ্রয়ের খোঁজে বাইরে বেরুতেই শুরু হল কাক আর অন্য পাখিদের আক্রমন। আর সেই আক্রমনের দাপটে দিশেহারা পেঁচাটি এসে পড়ল একটি স্কুলের ভেতরে। শুক্রবার ভরা বৃষ্টির মধ্যেই এমন ঘটনার স্বাক্ষী রইল খড়গপুর গ্রামীন থানার অন্তর্গত চাঙ্গুয়াল কন্দর্পপুর উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকা পড়ুয়ারা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্কুলের রসায়নের শিক্ষক সোমনাথ মণ্ডল জানিয়েছেন, ”দুপুরে ক্লাশের ফাঁকে বাথরুমের দিকে গিয়েছিলাম। তখনই পাখিদের খুব চেঁচামেচি শুনে দেখি বাথরুম লাগোয়া প্রাচীর ঘেঁষে পড়ে রয়েছে সাদা রঙের পেঁচাটি। বৃষ্টি ভিজে জুবুথুব হয়ে গেছে। শীতে আর ভয়ে থরথর করে কাঁপছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্ভবত পায়ে আঘাত লেগেছে তাই ঠিক মত বোধহয় দাঁড়াতেও পারছিলনা। আমাদের স্কুলের কাজের জন্য কিছু রাজমিস্ত্রি ছিল। তাঁদের সহযোগিতা নিয়ে খড় জ্বালিয়ে গরম করার চেষ্টা করি আমরা। পরে বনদপ্তরকে খবর দেওয়া হয়। ওঁরা এসে পেঁচাটি নিয়ে গেছেন।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খড়গপুর বনবিভাগের কর্মীরা জানিয়েছেন, আপাতত হিজলী রেসকিউ সেন্টারে চিকিৎসকের তত্বাবধানে রয়েছে পেঁচাটি। আঘাত রয়েছে বেশ খানিকটা। সেরে উঠলে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হবে।

RELATED ARTICLES

Most Popular