Homeএখন খবরবেলা গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টি, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রামে উৎসবের মুখে মন খারাপ দুই...

বেলা গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টি, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রামে উৎসবের মুখে মন খারাপ দুই শহরের

বৃষ্টির জলছবি: ইন্দা, বেলদা, খরিদা 

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার রাত গড়ালেই খড়গপুর বইমেলা আর শনিবার রাত গড়ালেই খড়গপুর যুব সংস্কৃতি উৎসব। শহরের উত্তর ও দক্ষিনে দুই জমজমাট উৎসবের আগেই আকাশ ভেঙে পড়েছে উদ্যোক্তাদের মাথায়। শুক্রবার ভোরে যে বৃষ্টি ছিল মৃদু লয়ে, বেলা বাড়তেই তা বেড়েছে পাল্লা দিয়ে। এদিন বেলা পৌনে ১১টা নাগাদ হুড়মুড়িয়ে নামা বৃষ্টি জল কাদায় ভরিয়ে দিয়েছে দুই উৎসবেরই প্রাঙ্গন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বছরের শুরু। জানুয়ারি মাসের প্রথমেই উৎসব মুখর থাকে জেলা সদর ও ছোট বড় শহর গুলো। সাংস্কৃতিক, ক্রীড়া, পুষ্প প্রদর্শনী ইত্যাদি। বিপদে পড়েছেন তাঁরাই যাঁদের খোলা জায়গায় অনুষ্ঠান করতে হয়। পুর্ব মেদিনীপুরের স্বাগত উৎসব কমিটি শুক্রবারের  সমস্ত কর্মসূচি বাতিল করেছে। কোলাঘাটের গৌরাঙ্গ ঘাটে ১লা জানুয়ারি থেকে শুরু হওয়া পুষ্প প্রদর্শনী ‘ফুলের জলসা’ বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
৪ এবং ৫ই জানুয়ারি শনি এবং রবিবার হওয়ায় বিভিন্ন বিনোদন মূলক কর্মসূচিতে ঠাসা রয়েছে অনেক শহরই। আশংকায় উদ্যোক্তারা কারন আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টি রবিবার অবধি চলতে পারে।শনিবার খড়গপুর শহরের টাউন হলে মানস গৌতম নারায়ন চৌবে মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ২০তম বই মেলার উদ্বোধন বিকাল চারটায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
থাকছেন কবি বুদ্ধদেব দাশগুপ্ত সহ একাধিক ব্যক্তিত্ব। উদ্যোক্তাদের ভয় বৃষ্টিতে না সব পণ্ড হয়ে যায়। অন্যদিকে পরের দিনই অর্থাৎ রবিবার সকাল ৬টায় তালবাগিচায় ৫কিলোমিটার দৌড় দিয়ে শুরু হচ্ছে ১১তম খড়গপুর যুব সংস্কৃতি উৎসব। দুর্যোগের কারনে কপালে ভাঁজ উদ্যোক্তা ভগৎ সিং জন্ম শত বার্ষিকী কমিটির।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুধুই মেদিনীপুর বা খড়গপুর নয়, এদিন বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম, বেলদা, নারায়নগড়, ডেবরা, সবং, পিংলা সহ সমস্ত এলাকাতেই। বেলার দিকে ফাঁকা হয়ে গেছে রাস্তা ঘাট। আকাশে মেঘের ঘনঘটা ইঙ্গিত দিচ্ছে আরও বৃষ্টির। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার অবধি। 

RELATED ARTICLES

Most Popular