Homeএখন খবরখড়গপুরে আরও একটি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র চালু করল রেড ভলেন্টিয়ার! ডেবরাতে চালু...

খড়গপুরে আরও একটি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র চালু করল রেড ভলেন্টিয়ার! ডেবরাতে চালু হল ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র


ডেবরার অন্তলায় রেড ভলান্টিয়ার শিবির

নিজস্ব সংবাদদাতা: খড়গপুর শহরে আরও একটি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র চালু করলেন রেড ভলেন্টিয়ার সদস্যরা। শহরের পূর্ব প্রান্তের দরিদ্র প্রান্তিক মানুষদের জন্য এই পরিষেবা কেন্দ্রটি চালু হল খড়্গপুর শহরের কৌশ্যলা এলাকায়। উল্লেখ্য এই নিয়ে খড়গপুর শহরে মোট ৩টি পরিষেবা কেন্দ্র চালু হল। কয়েকমাস আগে খড়গপুর শহরের প্রথম স্বাস্থ্য কেন্দ্রটি চালু হয়েছিল প্রেমবাজারে। তারপর মাস খানেক আগে দ্বিতীয় পরিষেবা কেন্দ্র চালু হয় ইন্দা এলাকায়। এরপর কৌশল্যা। জেলার মধ্যে খড়গপুর শহরেই এতগুলি স্বাস্থ্য কেন্দ্র চালু করা হল। রেড ভলেন্টিয়ারদের পক্ষ থেকে বলা হয়েছে শহরের জনসংখ্যার ঘনত্ব বেশি বলেই বিভিন্ন জায়গায় এই পরিষেবা কেন্দ্র গুলি চালু করা হচ্ছে। আরও কয়েকটি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র চালু করার ইচ্ছে রয়েছে তাঁদের।

সিপিআইএম খড়্গপুর শহর পূর্ব এরিয়া কমিটির তরফে জানানো হয়েছে ইন্দা এবং কৌশল্যা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রটি মিলিয়ে তাঁদের উদ্যোগে এটি দ্বিতীয় চিকিৎসা কেন্দ্র। প্রতিদিন বিকাল পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত চিকিৎসকদের উপস্থিতিতে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে। এখানে বিনামূল্যে ব্লাড প্রেসার, থার্মাল স্ক‍্যানিং, পাল্স অক্সিমিটার ও ব্লাড সুগার পরীক্ষা করা অক্সিজেন ও নেবুলাইজার পরিষেবাও পাওয়া যাবে।

রবিবার এই পরিষেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন ডা: সুশীল কুমার মন্ডল। উপস্থিত ছিলেন ডা: বর্ষা মুখার্জী, ডা: অঞ্জন দন্ডপাঠ। অনুষ্ঠানে স্থানীয় শহরের বেশ কয়েকটি ক্লাব ও সংগঠনের পক্ষ থেকে রেড ভলেন্টিয়ার্স টিমের হাতে পিপিই কিট, গ্লাভস, মাস্ক ও আর্থিক সাহায্য করা হয়।

অন্যদিকে এদিনই ডেবরা রেড ভলেন্টিয়ারের উদ্যোগে চালু হয়েছে একটি ভ্রাম্যমাণ স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র। ডেবরা রেড ভলেন্টিয়ার ইউনিট স্থির করেছেন ডেবরা ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকার দুটি নির্দিষ্ট স্থানে স্বাস্থ্য পরিষেবা দেবেন। চিকিৎসকদের উপস্থিতিতে রেড ভোলেন্টিয়ার টিমে আগামী ১৫দিন ধরে এই কর্মসূচি পালন করবে। রবিবার প্রথম দিনেই একটি শিবির আয়োজন করা হয়েছিল ডেবরা ব্লকের অন্তলা বাজারে।

রেড ভলেন্টিয়ার ডেবরা ইউনিট সূত্রে জানা গেছে রবিবার দেড় শতাধিক মানুষ শিবিরে এসে চিকিৎসক পরামর্শ নিয়েছেন। একটি প্রচারপত্র বিলি করে আগাম জানিয়ে দেওয়া হয়েছে ডেবরা ব্লকের ১৪টি গ্রাম পঞ্চায়েতের কোথায় কোন সময়ে এই শিবির অনুষ্ঠিত হবে। উদ্যোক্তারা জানিয়েছেন, এই শিবিরগুলিতে বিনামূল্যে ব্লাড প্রেসার, থার্মাল স্ক‍্যানিং, পাল্স অক্সিমিটার ও ব্লাড সুগার পরীক্ষা করা অক্সিজেন ও নেবুলাইজার পরিষেবাও পাওয়া যাবে।

RELATED ARTICLES

Most Popular