Homeএখন খবরখড়গপুরে পেট্রোল বয়কে বন্দুক বন্দি করে দখল ক্যাশ বাক্সের! শহরের পর হামলা...

খড়গপুরে পেট্রোল বয়কে বন্দুক বন্দি করে দখল ক্যাশ বাক্সের! শহরের পর হামলা গ্রামীনেও, গুলি চালিয়ে ডাকাতি জাতীয় সড়কের পাম্পে! চলল তিনটে গুলি, দেখুন সেই ডাকাতির সময় ফুটেজ

এই সেই পেট্রোল পাম্প

নিজস্ব সংবাদদাতা: ৩৩দিনের মাথায় ফের খড়গপুরে পেট্রাল পাম্প লুট। শহরের পর এবার গ্রামীন খড়গপুরে। বৃহস্পতিবার রাতে শহর লাগোয়া বালেশ্বর-রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা পেট্রল পাম্পে গুলি চালিয়ে প্রায় সত্তর হাজার টাকা লুট করে নিয়ে পালাল দুষ্কৃতীরা। রাত ৯.২৫ নাগাদ যানবহুল এই সড়কের পাশেই ঘটে যাওয়া এই ভয়াবহ ডাকাতিতে এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় খড়্গপুর গ্রামীন থানার পুলিশ। তবে এখনও অবধি কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল গ্রিফিন ইন্টারন্যাশনাল স্কুল লাগোয়া ইন্ডিয়ান অয়েল (Indian Oil) অনুমোদিত পেট্রোল পাম্পে। লুট হওয়া টাকার পরিমান ৬৫ হাজার।

সিসিটিভিতে ধরা পড়ল ডাকাতির দৃশ্য

পেট্রোলপাম্পের ম্যানেজার রঞ্জন মহারাজ জানিয়েছেন, ‘ঘটনাটি ঘটেছে ৯.২৫ নাগাদ। আমি অফিসের ভেতরে বসে হিসাবপত্র দেখছিলাম হঠাৎই দেখতে পাই আমাদের একজন পেট্রল বয়ের কানের কাছে বন্দুক ধরে তাকে ভেতরে আনছে ২জন যুবক। ওই যুবকদের মাথায় হুটারের টুপি ছিল মুখে মাস্ক ছিল। আমরা ততক্ষণে বুঝে গিয়েছি কী হচ্ছে। ওই অবস্থাতেই দেখতে বাইরে কয়েকজন ঘোরা ফেরা করছে। যেহেতু ডাকাতদের আগ্নেয়াস্ত্র রয়েছে তাই আমরা কোনও ঝুঁকি নানিয়ে একপাশে সরে দাঁড়াই। ওরা ক্যাশবাক্স থেকে টাকা বার করতে থাকে।”

মহারাজ আরও বলেন, “এই সময় ফের একজন অফিসের ভেতরে ঢোকে। তার হাতেও বন্দুক ছিল। সে ভেতরে ঢুকে অফিসের কাঁচের দেওয়ালে আচমকাই একটি গুলি চালায়। আমরা ভয়ে সিঁটিয়ে যাই। আমরা বুঝতে পারছিলামনা যে আমরা যখন ক্যাশ বাক্স ছেড়েই দিয়েছি তখন ওরা ফের গুলি চালাচ্ছে কেন? মিনিট খানেকের অপারেশন। ক্যাশবাক্স থেকে টাকা নিয়ে বেরিয়ে যায় ওরা। আমাদের ক্যাশ থেকে ৬১ হাজার টাকা নিয়েছে ওরা। এছাড়া ওই সময় এক ট্রাক মালিক পেট্রোল বাবদ চার হাজার টাকা দিতে এসেছিলেন তাঁর কাছ থেকে ওই টাকা ছিনিয়ে নেয় ডাকাতের দলটি। অফিস থেকে বাইরে বেরুতে বেরুতেই ফের বন্দুকে গুলি ভরে এক দুস্কৃতি। বাইরে বেরিয়েই ডাইনে এবং বাঁয়ে ফের দুটো গুলি চালায় তারা। এরপর পায়ে হেঁটেই চলে যায়।”

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ৬জন দুস্কৃতি ছিল এবং অন্তত ২জনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। সম্ভবত দেশীয় পাইপগান ব্যবহার করেছিল দুষ্কৃতিরা। পুলিশের আরও অনুমান দুস্কৃতিরা চারচাকা নিয়ে এসেছিল এবং পুলিশের নজর এড়াতে সেই চারচাকাটি দুরে কোথাও বা আড়ালে রাখা হয়েছিল। ওই গাড়িতে করেই দুস্কৃতিরা আসে এবং চলে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার কার্তুজের খোল উদ্ধার করেছে। পাশাপাশি নমুনা হিসাবে ছবি নেওয়া হয়েছে গুলিতে ফুটো হয়ে যাওয়া কাঁচের দেওয়ালের। পেট্রল পাম্পের সিসিটিভি ফুটেজ সংগ্ৰহ করেছে পুলিশ এবং দুষ্কৃতিদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন পেট্রোলপাম্পের সিসিটিভি ফুটেজের পাশাপাশি টোলপ্লাজার ফুটেজ দেখে ওই সময়ের আশেপাশের গাড়ির নম্বর সংগ্ৰহ করছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “এই ধরনের অপারেশন চালানোর সময় অপরাধীরা নিজেদের মধ্যে নিবিড় যোগাযোগ রাখে। তাই ওই সময় সংলগ্ন টাওয়ার লোকেশনে কোন কোন মোবাইল নম্বর সক্রিয় ছিল তারও খোঁজ চলছে।”

উল্লেখ্য গত ২৫শে ডিসেম্বর খড়গপুর শহরে বোগদা সংলগ্ন একটি পেট্রোলপাম্পে হামলা চালিয়েছিল দুস্কৃতিরা। পাম্পের সামনে থাকা পেট্রল বয়কে বন্দুক দেখিয়ে ক্যাশবাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুস্কৃতিরা। ক্যাশবাক্স লোহার আঁকটা দিয়ে বাঁধা থাকায় বাক্স নিতে না পারলেও প্রায় ১০হাজার টাকা নিয়ে পালায় দুস্কৃতিরা। সেই ঘটনার এখনো কিনারা করতে পারেনি পুলিশ। ঘটনার মাত্র ৩৩দিনের মাথায় ফের আবারও সেই পেট্রলপাম্পেই হামলার ঘটনা ঘটে গেল।

RELATED ARTICLES

Most Popular