Kharagpur Police: ডাকাতির ছক ভেস্তে দিয়ে ঝাড়খন্ড আর পিংলা সহ ৬ দুষ্কৃতিকে গ্রেপ্তার করল খড়গপুর পুলিশ! উদ্ধার আগ্নেয়াস্ত্র, কার্তুজ

Police foiled a massive robbery in Kharagpur. Police arrested six miscreants from Subhash Palli area of ​​the city on a tip-off. On Monday night, the police of Kharagpur Town Police Station were able to catch the six from the BNR Maidan adjacent to Subhash Palli in Kharagpur town. Police initially learned that the two spotted miscreants were brought from the neighboring state of Jharkhand and the adjoining Pingla police station area for the operation with the intention of committing a major robbery. Police are trying to find out what the real motive of the group was and whether anyone else was with them.

0
2718

নিজস্ব সংবাদদাতা: খড়গপুর শহরে বড়সড় ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। গোপনসূত্রে খবর পেয়ে শহরের সুভাষপল্লী এলাকা থেকে ৬জন দুষ্কৃতিকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার রাতে খড়গপুর শহরের সুভাষপল্লী সংলগ্ন বিএনআর ময়দান থেকে এই ৬জনকে নিজেদের জালে তুলতে সক্ষম হয় খড়গপুর টাউন থানার পুলিশ। বড়সড় একটি ডাকাতির উদ্দেশ্যে নিয়েই পাশের রাজ্য ঝাড়খন্ড ও পার্শ্ববর্তী পিংলা থানা এলাকা থেকে দুই দাগী দুষ্কৃতিকে এই অপারেশনের জন্য আনা হয়েছিল বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। এই দলটির আসল উদ্দেশ্য কী ছিল এবং এদের সঙ্গে আরও কেউ ছিল কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হলো সুরেশ শর্মা, অভিষেক সোম, শেখ সাহিদ, গোলাম মুস্তাফা, শেখ হাবিবুল ও রবি সিং। এদের মধ্যে শেষের দুজন বহিরাগত। হাবিবুল পিংলা থানার দক্ষিণ বস্তি এলাকার বাসিন্দা। আর রবি সিং ঝাড়খণ্ড রাজ্যের ঘাটশিলা এলাকার বাসিন্দা। বাদবাকি চারজন খড়গপুর পৌরসভার অন্তর্গত মালঞ্চ, খড়গপুর বাসস্ট্যান্ড ও পাঁচবেড়িয়া এলাকার বাসিন্দা। পিংলার হাবিবুল ও খড়গপুরের চার দুষ্কৃতির বিরুদ্ধে এর আগেও বহু দুষ্কর্মের অভিযোগ রয়েছে বলেই পুলিশ নিশ্চিত। তবে ঝাড়খণ্ডের দুষ্কৃতি রবির সম্পর্কে বিস্তারিত খবর নেওয়ার জন্য ওই রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করছে খড়গপুর পুলিশ।

ধৃতদের কাছ থেকে একটি দেশি পাইপগান ও তিনটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে এই দলটি বিএনআর ময়দান লাগোয়া সুভাষপল্লী কিংবা ভবানীপুর এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিল। কিন্তু গোপন সূত্রে খবর পাওয়ার পর অভিযান চালিয়ে পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে। এই ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (খড়গপুর) রানা মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘এদের প্রকৃত লক্ষ্য কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। আরও জিজ্ঞাসাবাদ করা হবে ওই ছয় দুষ্কৃতিকে।”

ধৃত এই ৬জনকে মঙ্গলবার খড়গপুর এসিজেএম আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। উল্লেখ্য গত ২৪ ঘন্টার মধ্যে খড়গপুরের পুলিশের এটি দ্বিতীয় সাফল্য। এরই মধ্যে শহরের আরামবাটি এলাকা থেকে ৫ দুস্কৃতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কয়েকদিন আগেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা চালিয়েছিল এই ৫জন।