Homeএখন খবররাজার মতই অবসর নিয়েছেন ধোনি, বলছে খড়গপুর

রাজার মতই অবসর নিয়েছেন ধোনি, বলছে খড়গপুর

নিজস্ব সংবাদদাতা: ‘অগর কই বুড্ঢা হো যাতা, বিমারি পড়তা তো আদমি কেয়া বোলতা? কব যায় রে বাবা? খেল কুদ মে ভি এ্যয়সি হোতা। বেহতর কী আগেই ছোড় দো। কিসি কো কুছ বোলনে কো মওকা মত দো। অগর ইস হিসাব সে দেখ তো ধোনি বহুতই আচ্ছা কাম কিয়া। রাজা কি মাফিক ছোড় দিয়া।(কেউ যখন বুড়ো হয়ে যায়, দীর্ঘ অসুস্থ হয়ে পড়ে তখন মানুষ কি বলে? কখন যাবে রে বাবা! খেলাতেও এরকমই হয়। আগেই ছেড়ে দেওয়া ভাল। কাউকে কিছু বলার সুযোগই দিওনা। সেই হিসাবে দেখলে খুবই ভাল কাজ করেছে ধোনি। রাজার মত ময়দান ছেড়ে দিয়েছে।)
ধোনি, ধোনি হয়ে ওঠার মহাপর্বের স্বাক্ষ্য খড়গপুর। দক্ষিণপূর্ব রেলের খড়গপুর সেরসা স্টেডিয়াম যার বর্তমান নাম অনিমেষ কুমার গাঙ্গুলি সেরসা স্টেডিয়াম। এই স্টেডিয়াম যেমন অনিমেষ কুমার গাঙ্গুলিকে মনে রেখেছে তেমনি মনে রেখেছে ধোনিকেও। স্টেডিয়ামের বুকের ভেতরে এম.এস.ধোনি মিউজিয়াম আর স্টেডিয়ামের গ্যালারিতে এম.এস.ধোনি প্যাভেলিয়ান। স্টেডিয়ামের ফটো গ্যালারিতে ধোনি ধোনি ধোনি। লম্বা কাট আউট ধোনির ছক্কা মারা রাজার চাল।

স্টেডিয়ামের ভেতরে যেমন প্রাক্তন ডিআরএম অনিমেষ কুমার গাঙ্গুলির হাতে তৈরি হওয়া ধোনি, স্টেডিয়ামের বাইরে তেমন ঘুগনি, ইডলি, সমোসা আর গাঢ় দুধের চা নিয়ে টমাস। সাউথ ইনস্টিটিউটের সামনে এই চায়ের দোকানেই নাস্তা সেরে টমাসের চায়ে লম্বা চুমুক দিয়ে ধোনি চলে যেতেন গোলখুলি রেল আবাসনের ঘুপচি ঘরে। মেঝেতে সতরন্চি বিছিয়ে লম্বা অবসর। স্টেডিয়ামের গা ঘেঁষে টমাসের সেই চায়ের দোকান এখন ধোনির নামেই ‘স্পোর্টস লিজেন্ডরি দোস্তি ক্যান্টিন’। সোমবার সেই ক্যান্টিনের মালিক টমাস জানালেন আগের কথাগুলো। রাজা কি মাফিক ছোড় দিয়া।

অনিমেষ গাঙ্গুলি ছাড়াও ধোনির পাশে ছিলেন সুব্রত ব্যানার্জী, সেরসা স্টেডিয়ামে যিনি পরিচিত বাঘা দা বলেই। ধোনির ধোনি হয়ে ওঠার দিনগুলোতে পাশে দাঁড়িয়ে শিখিয়েছেন ক্রিকেট যুদ্ধের রন কৌশল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ২৪ঘন্টা পর সেরসা স্টেডিয়ামে দাঁড়িয়ে বাঘা দা বললেন, ‘সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে ধোনি। কোনও আড়ম্বর নয়, প্রেস কনফারেন্স নয়, স্রেফ ইনস্টাগ্রামে একটা পোস্ট করে চলে যাওয়া। ফর্মে থাকতে থাকতেই এই চলে যাওয়াটা রাজার মতই। আমি গর্বিত ধোনির জন্য যে কিভাবে অবসর নিতে হয় ও জানিয়ে দিল। একেই বলে মাস্টার স্ট্রোক।’

গোলখুলির নিজের আবাসনের পাশেই দুর্গামন্দির ও লম্বা ছড়িয়ে থাকা মাঠ। তাই ক্রিকেট দলটির নাম গোলখুলি দুর্গামন্দির ক্লাব। তখন খড়গপুরে ক্রিকেটের স্বর্গরাজ্য। পাড়ায় পাড়ায় ক্রিকেট ক্লাব। গোলখুলি দুর্গামন্দির ক্রিকেট ক্লাবে রবিন কুমার দের সাথে টেনিস ক্রিকেট খেলেছেন ধোনি, ওই গোলখুলির মাঠেই। খড়গপুর কিংবা খড়গপুরের বাইরে ক্রিকেট টুর্নামেন্ট, ধোনি খেলেছে গোলখুলি ক্লাবের হয়ে। সোমবার সেই রবিন কুমার জানালেন, “এবার অন্য ধোনির জন্ম হল। ক্রিকেটার ধোনির পর এবার ক্রিকেট প্রশাসক কিংবা কোচ ধোনি। হয়ত ইন্ডিয়ার টিম নির্বাচন করবেন তিনি। ভাল হয়েছে, এবার সৌরভ গাঙ্গুলির মত ধোনিকেও পাওয়া যাবে!'”

ধোনি আর খড়গপুর নিয়ে কথা হলে প্রদীপ সরকারকে বাদ দিয়ে পূর্ন হবেনা সে কথা। খড়গপুর শহরের বিধায়ক প্রদীপ সরকার তখন ক্রিকেটেই মজে। নিজের গ্রীন আ্যকাডেমি তখন ধ্যান জ্ঞান প্রদীপ সরকার। ধোনির সঙ্গে আড্ডা, বাইক চালানো, দিঘা ভ্রমন। সেই প্রদীপ সরকারও জানালেন, “ঠিকই করেছেন ধোনি। সময় মত সরে গেছেন জাতীয় দল থেকে। এবার আরেক ধোনিকে পাব আমরা। আর আমি চাইব একবার খড়গপুর আসুন ধোনি। অনেক ব্যস্ত হয়ে গেছিলেন ধোনি আসতে পারেননি খড়গপুরে। খড়গপুরবাসী একবার তাঁকে দেখতে চায়।”

RELATED ARTICLES

Most Popular