Homeআন্তর্জাতিকএক ডোজেই কাবু মারণ ভাইরাস!  রাশিয়ায় ছাড়পত্র পেল 'স্পুটনিক লাইট'

এক ডোজেই কাবু মারণ ভাইরাস!  রাশিয়ায় ছাড়পত্র পেল ‘স্পুটনিক লাইট’

নিউজ ডেস্ক: করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি বৃহস্পতিবার তার নতুন সংস্করণ বের করেছে, যা বৃহস্পতিবার রাশিয়া স্বীকৃতি দিয়েছে। এই ভ্যাকসিনটির নাম দেওয়া হয়েছে ‘স্পুটনিক লাইট’ ।এতদিন করোনার রাশ টানতে ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হত। তবে এবার দাবী করা হচ্ছে যে, এই ভ্যাকসিনের একটি মাত্র ডোজ ৮০ শতাংশ পর্যন্ত কার্যকর। জানা গিয়েছে, স্পুটনিক ভি সংরক্ষণ করতে গেলে প্রয়োজন ১৮-২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই ভ্যাকসিনের এক ডোজের দাম পড়বে ভারতীয় মুদ্রায় ৫০০ টাকা।

জানা গিয়েছে, কার্যকারিতার নিরিখে দু’টি ডোজের থেকে সামান্য পিছিয়ে এই এক ডোজের ভ্যাকসিন। স্পুটনিক ভি ৯১.ও% পর্যন্ত কার্যকর এবং স্পুটনিক লাইট ৭৯.৪% পর্যন্ত কার্যকর। তবে অল্প সময়ে বহু লোকের টিকাকরণ করতে হলে এই একটি ডোজের স্পুটনিক লাইট কাজে আসবে বলে মনে করা হচ্ছে।

স্পুটনিক ভি এখনও পর্যন্ত ৬৪ টি দেশে ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছে। এই দেশগুলির মোট জনসংখ্যা ৩.২ আরবেরও বেশি। তবে এটি এখনও ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) দ্বারা অনুমোদিত হয়নি।আগস্ট মাসে মস্কোতে বড় আকারের ক্লিনিকাল পরীক্ষা হয়। শীর্ষস্থানীয় মেডিকেল জার্নাল দ্য ল্যানসেট তখন থেকেই বলেছে যে এটি নিরাপদ এবং ৯০ শতাংশের বেশি কার্যকর।

সংস্থাটি বলেছে যে, স্পুটনিকের লাইট সংস্করণ টিকাদান প্রচারে প্রেরণা জোগাবে এবং মহামারী ছড়াতে বাধা দিতে সহায়তা করবে। কারণ এই ভ্যাকসিন গ্রহণকারী ৯১.৭ শতাংশ লোকেদের কেবল ২৮ দিনের মধ্যে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। সংস্থাটি বলেছে যে, ইতিমধ্যে তাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা থাকা ১০০ শতাংশ লোকের কাছে টিকা দেওয়ার পরে, ১০ দিনের মধ্যে শরীরের অ্যান্টিবডি স্তর ৪০ গুণ বেড়েছে ।

২০২০ সালের ৫ ডিসেম্বর থেকে এ বছরের ১৫ এপ্রিল পর্যন্ত চলা পরীক্ষার ভিত্তিতেই অনুমোদন দেওয়া হয়েছে স্পুটনিক লাইটকে। দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা সম্ভব হবে এই টিকা গ্রহণের ফলে।

 

RELATED ARTICLES

Most Popular