Homeএখন খবরখড়গপুরে চিনা মাঞ্জায় কিশোরের মৃত্যুর ঘটনায় হোমে পাঠানো হল অভিযুক্ত কিশোরকে

খড়গপুরে চিনা মাঞ্জায় কিশোরের মৃত্যুর ঘটনায় হোমে পাঠানো হল অভিযুক্ত কিশোরকে

নিজস্ব সংবাদদাতা: অনিচ্ছাকৃত খুনের অভিযোগে জেল হেফাজতে পাঠানো হল বালককে। একটি হোমের তত্বাবধানে ওই বালককে রাখা হবে বলে জেল সূত্রে জানা গিয়েছে। বুধবারই মেদিনীপুর জেলা আদালতে জুভেনাইল আদালতে পেশ করা হয় ওই বালককে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য বুধবার সকালে খড়গপুর বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তায় বোনকে সাইকেলে করে স্কুলে নিয়ে যাওয়ার সময় ঘুড়ি ওড়ানোর মাঞ্জা সুতোয় গলা কেটে যায় খড়গপুর পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাজি মহল্লার বাসিন্দা ক্লাশ এইটের ছাত্র সাদিক খানের। খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে অক্সিজেন চালু করার কিছুক্ষন পরেই মৃত্যু হয় ওই কিশোরের। রাজ্যে চিনা মাঞ্জার কবলে এর আগে অনেকে আহত হলেও মৃত্যুর ঘটনা এই প্রথম।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনার পরেই অভিযুক্ত বালকের বিরুদ্ধে মৃত কিশোরের বাবা আভিযোগ দায়ের করলে পুলিশ গ্রেপ্তার করে ওই যুবককে। উল্লেখ্য ক্রমাগত দুর্ঘটনার পর ২০১৬সালে এই সুতো বিক্রির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য পরিবেশ আদালত। তারপরও যে চিনা মাঞ্জার সুতো দেদার বিক্রি হচ্ছে বুধবারের ঘটনা সেটাই প্রমান করল। 

RELATED ARTICLES

Most Popular