Homeএখন খবরভাইফোঁটার দিনই প্রয়াত করোনা যোদ্ধা পুলিশ আধিকারিক কলকাতা পুলিশের এস আই মানব...

ভাইফোঁটার দিনই প্রয়াত করোনা যোদ্ধা পুলিশ আধিকারিক কলকাতা পুলিশের এস আই মানব বন্দোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ কলকাতা পুলিশের

ওয়েব ডেস্ক : করোনায় সংক্রমণের পর থেকেই রাজ্যে প্রথম সারিতে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়ছেন পুলিশকর্মীরা। এ পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন একাধিক পুলিশকর্মী থেকে উচ্চপদস্থ আধিকারিক। তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যেই করোনা যুদ্ধে জয়ী হয়ে কাজে যোগ দিয়েছেন। অনেকেই আবার করোনার কাছে পরাজিত হয়ে প্রাণ দিয়েছেন। সোমবার ভাইফোঁটার দিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন কলকাতা পুলিশের এস আই মানব বন্দোপাধ্যায়। একের পর এক পুলিশকর্মী। তিনি কলকাতা পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে কর্মরত ছিলেন।

দিন কয়েক আগেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কলকাতা পুলিশের এস আই মানব বন্দোপাধ্যায়। দিন কয়েক সেখানেই চিকিৎসাধীন থাকার পর সোমবার হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। সহকর্মীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কলকাতা পুলিশ। দিয়েছেন প্র‍য়াত পুলিশকর্মীর পরিবারের পাশে থাকার বার্তা। এদিন কলকাতা পুলিশের তরফে সহকর্মীর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করা হয়েছে। তাতে লেখা হয়েছে, “সাব ইনস্পেক্টর মানব বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধে। কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হন হাসপাতালে। প্রাণ হারালেন আজ। প্রয়াত সহকর্মীর শোকসন্তপ্ত পরিবারের পাশে আমরা আছি, এবং থাকব সর্বতোভাবে।”

প্রসঙ্গত, সমাজের জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন ডাক্তার থেকে শুরু করে পুলিশ সকলই। কোভিড যোদ্ধা হিসেবে প্রথম সারিতে কাজ করেছন এরাই। যার জন্য তাদের লড়াই করতে হচ্ছে করোনার বিরুদ্ধেও। সমাজের মানুষদের রক্ষা করতে তাঁর কাজ করে চলেছেন মৃত্যু ভয় ভুলেই। ইতিমধ্যেই রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার পুলিশকর্মী। তাদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে গিয়েছেন। তবে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে প্রায় ১৭ জন পুলিশকর্মীর।

গত মাসে নবমীতে করোনায় প্রাণ হারিয়েছেন কনস্টেবল মনোজ সিং। শুধু তাই নয়, তার দিন কয়েক আগেই করোনা আক্রান্ত হয়েই মারা যান এএসআই সিদ্ধান্তশেখর দে। পুলিশকর্মীর মৃত্যুতে তাঁর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন কলকাতা পুলিশ।

RELATED ARTICLES

Most Popular