Homeএখন খবর করোনা সতর্কতায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বন্ধ হল বায়োমেট্রিক, নয় কোনও সেমিনার

 করোনা সতর্কতায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বন্ধ হল বায়োমেট্রিক, নয় কোনও সেমিনার

নিজস্ব সংবাদদাতা: দেশভর করোনা নিয়ে তীব্র সতর্কতার মধ্যেই সময়োচিত সিদ্ধান্ত নিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের কর্মীদের উপস্থিতি নির্ধারক বায়োমেট্রিক হাজিরা স্থগিত করে দেওয়া হল । শুক্রবারই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় জানিয়ে দেওয়া হল যে এদিন থেকে আপাতত ৩১ মার্চ পর্যন্ত হাজিরা খাতাতেই হাজিরা দিতে হবে। পুরো ক্যাম্পাসেই ওই নিয়ম চালু করা হয়েছে। শুধু এই সিদ্ধান্তই নেওয়া নয়, গন জমায়েত এড়ানোর জন্য জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্বের পাশাপাশি দেশ জুড়ে করোনা আতঙ্ক গ্রাস করেছে রাজ্যগুলিকেও। করোনার শিকার হয়ে প্রথম মৃত্যুর ঘটনাও মঙ্গলবার ঘটে গেছে কর্নাটকে।

 

দেশ জুড়ে তাই চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে। দেশের তাই প্রতিটি প্রতিষ্ঠানই সাবধানতা অবলম্বন করে বিভিন্ন পদক্ষেপ নিয়ে চলেছে। বিদ্যাসাগরও সেই পথে হাঁটল।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জয়ন্ত কিশোর নন্দী বলেছেন, সতর্ক থাকার লক্ষ্যেই আপাতত কিছুদিনের জন্য বায়োমেট্রিক হাজিরা স্থগিত রাখা হয়েছে। তার বদলে পুরনো নিয়মে হাজিরা খাতায় সবাইকে সই করতে হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ে প্রায়ই বিভিন্ন বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার হয়। সেমিনারগুলিতে বক্তা ও প্রতিনিধি হিসেবে হাজির থাকেন দেশবিদেশের গণ্যমান্যরা। কিন্তু বিশ্বজুড়ে করোনা মহামারীর জেরে সেসবই এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে চলেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। রেজিস্ট্রার জয়ন্ত কিশোর নন্দীও বলেছেন, এবিষয়টি নিয়েও চিন্তাভাবনা চলছে। খুব শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানান, ” ইতিমধ্যেই বিশ্ব মহামারী ঘোষনা করা হয়েছে কোভিড-১৯ বা করোনাকে। একটি পরিসংখ্যানে বলা হচ্ছে ভারতে সংক্রমণ ছড়ালে দেড় কোটি অবধি মানুষ মারা যেতে পারেন। এই পরিস্থিতিতে আমরা কোনও ঝুঁকি নিতে চাইছিনা। একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে তাই এই সতর্কতা আমাদেরকেই আগে নিতে হবে।”

RELATED ARTICLES

Most Popular