Homeএখন খবর৩৭ বছরেই দৌড় থামিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লেন কুশল পাঞ্জাবি, শোকস্তব্ধ...

৩৭ বছরেই দৌড় থামিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লেন কুশল পাঞ্জাবি, শোকস্তব্ধ বলিউড

ফেসবুক প্রোফাইল থেকে 

নিজস্ব সংবাদদাতা: ফারহান আখতার পরিচালিত ‘লক্ষ্য’, জন আব্রাহামের ছবি ‘ধান ধা না ধান গোল; এবং করণ জোহরের ছবি ‘কাল’,  ‘সালাম-এ-ইশক’ ছবিতে দারুন নাম কুড়িয়ে ছিলেন তিনি । রিয়েলিটি শো ‘ঝলক দিখ লা যা’ এবং ‘ফিয়ার ফ্যাক্টর’ অত্যন্ত জনপ্রিয় অভিনেতা  কুশল পাঞ্জাবি আর নেই। শুক্রবার মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে কুশলের ঝুলন্ত দেহ। আর সেই খবর পাওয়ার পরই শোকস্তব্ধ পুরো বলিউড।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মাত্র ৩৭বছর বয়সী এই প্রতিভান উঠতি অভিনেতা কি কারনে এই ঘটনা ঘটালেন বুঝতেই পারছেনা সিনে দুনিয়া।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন অভিনেতা। ঘটনাস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার প্রথম ছোটপর্দার আর এক জনপ্রিয় অভিনেতা করণবীর ভোরা প্রথম সোশ্যাল মিডিয়ায় কুশলের এই দুঃসংবাদ প্রচারিত হওয়ার পরই ভাইরাল হয়ে যায় নিমেষেই ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মুহূর্তেই ছড়িয়ে পড়ে খবর। শ্বেতা তিওয়ারি, করণ পাটেল, বাবা সেয়গল-সহ আরও অনেকেই কুশলের এমন আকস্মিক মৃত্যুর খবর মেনে নিতে পারেননি। সকলেই বলছেন, বরাবরের হাসিখুশি কুশল কীভাবে এমনটা করলেন সেটাই তাঁরা বুঝতে পারছেন না। কুশলের মৃত্যুর খবর পেয়ে টুইট করেছেন বাবা সেয়গল। তিনি লিখেছেন, “কুশল যে নেই এটা ভাবতেই পারছি না। যে কোনও রকম চ্যালেঞ্জ নেওয়ার জন্য সবসময় তৈরি থাকত ও। খুব ভালো একজন বাবা ছিল কুশল। আমার বন্ধুর পাশাপাশি ছোট ভাইয়ের মতো ছিল ও।” কুশলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন শ্বেতা তিওয়ারি এবং রবি দুবেও।

ছেলে কে নিয়ে ফেসবুকে শেষ পোজ 

ইনস্টাগ্রামে পোস্ট শেয়ার করে করণ পাটেল লিখেছেন, “একথাই বোধহয় সত্যি যে সুন্দর মুখের আড়ালে সবসময় যন্ত্রণা লুকিয়ে থাকে। তোমার জীবনকে উপভোগ করার স্পিরিট দেখে দুঃস্বপ্নেও কোনদিন ভাবিনি যে তুমি এমনটাও করতে পারো। বিশ্বাস করতে পারছি না তুমি নেই। এত তাড়াতাড়ি চলে গেলে। আশাকরি যেখানে আছ সেটা অনেক ভাল জায়গা। শান্তিতে থেকো এটাই প্রার্থনা করব। সারাজীবন খুব মিস করব তোমার।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
একটি রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই উত্থান শুরু হয় কুশল পাঞ্জাবির। ছোটপর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করেছেন তিনি। বিভিন্ন নন-ফিকশনাল শো হোস্ট করতে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও ছোটপর্দার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’-তেও বেশ কয়েকটি এপিসোডে দেখা গিয়েছিল কুশলকে।
  ২০১৫ সালে ইউরোপিয়ান গার্লফ্রেন্ড অড্রে ডোলহেনকে বিয়ে করেন কুশল পাঞ্জাবি। গোয়ায় হয়েছিল বিয়ের আসর। তাঁদের একটি তিন বছরের ছেলেও রয়েছে।

RELATED ARTICLES

Most Popular