Homeএখন খবরবেলদায় বেআইনি নির্মানের মাশুল দিল শ্রমিক, গর্তে চাপা পড়ে মৃত্যু হা-ভাতের

বেলদায় বেআইনি নির্মানের মাশুল দিল শ্রমিক, গর্তে চাপা পড়ে মৃত্যু হা-ভাতের

নিজস্ব সংবাদদাতা: একটি বেআইনি নির্মাণকার্য করতে গিয়ে মৃত্যু হল গরীব দিন মজুরের। শুক্রবার ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়ে জনতা। অভিযুক্তকে গ্রেপ্তার আর মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরন দেওয়ার দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় জনতা। ঘটনার পরই পলাতক অভিযুক্ত পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুড়দাতে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় সূত্রে জানা গেছে স্থানীয় এক বস্ত্র ব্যবসায়ী সন্তোষ দে তার নিজের বাড়ির পেছনের অংশটির সম্প্রসারন করছিল। সেই কাজের জন্য বাড়ির একটি অংশে ভিত খোঁড়ার কাজ শুরু হয়েছিল শুক্রবার সকালে। আড়াই ফুট চওড়া ও সাড়ে ছ’ফুট গভীর ওই ভিত নির্মানের জন্য কাজ করছিল ৫জন শ্রমিক। গর্ত তৈরির ঠিক শেষের মুখে হঠাৎই ওপরের অংশের মাটি ধসে পড়ে যায়। চারজন কোনও ভাবে বেরিয়ে আসতে সক্ষম হলেও একজন চাপা পড়ে যান ধসে পড়া মাটির তলায়। তাঁকে কিছুক্ষনের চেষ্টায় উদ্ধার করা সম্ভব হলেও নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষনা করেন চিকিৎসক।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম বিজয় সিং (৪০)। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলদা থানার পুলিশ ।উত্তেজিত এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়ে পুলিশ প্রশাসন । বিক্ষোভকারীরা জানিয়েছেন, এলাকার একটি সেচ ও জল নিকাশি খাল যা বাঘুই নামে পরিচিত। তার ওপরে একের পর এক নির্মান ও অবৈধ দখল চলছে। সন্তোষ দেও অবৈধ ভাবে পেছনের অংশ বাড়িয়ে নিচ্ছিলেন। বাঁধের ওই অংশ বৃষ্টির ও নানা কারনে পলকা হয়ে পড়েছিল, মাটি খোঁড়ার সময় তা ধসে পড়ে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় বড় মোহনপুর গ্রাম পঞ্চায়েত সূত্রেও জানা গেছে এই নির্মানের জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। ঘটনার পরেই জনরোষের ভয়ে পালিয়ে যায় দে পরিবার। পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়ে   মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের একমাত্র রোজগেরে সদস্যর অকাল মৃত্যুতে অন্ধকারে পরিবার। 

RELATED ARTICLES

Most Popular