Homeএখন খবরকাটা হাত নিয়েই ২ঘন্টা গড়বেতা স্টেশনে পড়ে রইলেন ভবঘুরে বৃদ্ধা , ছবি...

কাটা হাত নিয়েই ২ঘন্টা গড়বেতা স্টেশনে পড়ে রইলেন ভবঘুরে বৃদ্ধা , ছবি তুলতেই ব্যস্ত বেশির ভাগ যাত্রী

কাটা হাত নিয়ে স্টেশন চত্বরে তখনও বসে বৃদ্ধা 

নিজস্ব সংবাদদাতা:  বিশ্ব প্রেম দিবসে অমানবিক দৃশ্য দেখল সাত সকালের গড়বেতা রেল স্টেশন। সাত সকালেই স্টেশন চত্বরে থাকা ওই বৃদ্ধার ডান হাতের সামনের অংশ কব্জি থেকে কেটে পড়ে যায়। আর ওই হাত নিয়েই যন্ত্রনায় কাতরাতে কাতরাতে পাক্কা ২ঘন্টা পড়ে রইলেন। রক্তে ভেসে যাওয়া স্টেশন চত্বরে মানুষকে দেখা গেল সেই মর্মস্পর্শী ঘটনার ছবি মোবাইল বন্দী করতে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় সুত্রে জানা যায় শুক্র সকাল সাড়ে ৬ টা নাগাদ ওই ভবঘুরে বৃদ্ধা গড়বেতা স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির নীচ দিয়ে লাইন পারাপার করেছিলেন। সেই সময় তার ডান হাতটি লাইনের উপর রেখে পেরোতে যাওয়ার সময় হঠাৎ করেই মাল গাড়ির চাকা গড়িয়ে যায়৷ আর তৎক্ষনাৎ বৃদ্ধার হাতের কব্জি কাটা পড়ে যায়। যন্ত্রনায় ছটপট করতে করতে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে ওই বৃদ্ধা। কিন্তু তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্টেশন চত্বরে উপস্থিত অসংখ্য যাত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে তা উপভোগ করে আবার কেউ কেউ নিজের মোবাইল বের করে বৃদ্ধার যন্ত্রনাক্লীষ্ট ছবি ক্যামেরা বন্দি করতে থাকে। পরে কিছু যাত্রী রেল আধিকারিকদের খবির দিলেও তাদেরও কোনো হেলদোল দেখা যায়নি। ঘটনা মেনে নিতে পারেননি কিছু সহৃদয় মানুষ। ধৈর্য্যর বাঁধ ভেঙে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁরা। শুরু হয় চিৎকার চেঁচামেচি। এরপরই তৎপর হয়ে ওঠে স্টেশন ম্যানেজার । তাদের পাঠানো খবর পেয়ে  ঘন্টা নাগাদ ওই বৃদ্ধাকে রেল পুলিশ উদ্ধার করে নিয়ে যায় চিকিৎসার জন্য।

RELATED ARTICLES

Most Popular