Homeএখন খবরমহিলা পুলিশ আধিকারিককে গুলি করে হত্যার পর একই পিস্তলে আত্মহত্যা ডেপুটি পুলিশ...

মহিলা পুলিশ আধিকারিককে গুলি করে হত্যার পর একই পিস্তলে আত্মহত্যা ডেপুটি পুলিশ কমিশনারের

নিজস্ব সংবাদদাতা: প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় এক মহিলা পুলিশ আধিকারিককে রাস্তায় গুলি করে হত্যা করার পর সেই পিস্তলেই আত্মহত্যা করলেন সহকর্মী পুলিশ আধিকারিক। দিল্লির রোহিনী পুলিশ থানা এলাকায় ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে রাত সাড়ে ন’টা নাগাদ অফিস থেকে ফিরছিলেন দিল্লি পুলিশের সাব ইনসপেক্টর  প্রীতি অহলাট। রোহিনি এলাকার মেট্রো স্টেশন থেকে বেরানোর পরই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক আততায়ী।  প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর তিনবার গুলি চালানো হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন প্রীতি। গুলির আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ কর্মীরা। প্রীতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। পুলিশ ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিক ভাবে চিনতে পারে একজনকে। ফুটেজ দেখে চমকে ওঠে পুলিশ কারন ব্যক্তি একজন  ডেপুটি পুলিশ কমিশনার!

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মাত্র ২বছর আগে  ২০১৮ সালে কাজে যোগ দেওয়া প্রীতি প্রতাপগঞ্জ শিল্পাঞ্চল এলাকায় কর্তব্যরত ছিলেন। কিন্তু কেন তাঁকে এভাবে খুন করা হল, এ নিয়ে পুলিশ ধোঁয়াশায় পড়ে যায়। খোঁজ চলে সেই ডেপুটি পুলিশ কমিgশনারের।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এর মধ্যে পুলিশ খবর পায় মধ্যরাতে দিল্লির উত্তর পশ্চিম সীমান্ত লাগোয়া হরিয়ানার কার্নালে ওই পুলিশ আধিকারিকের গুলিবিদ্ধ দেহ মিলেছে। পুলিশ ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে যার পাশ থেকে পাওয়া যায় তাঁর পিস্তলটি। জানা গেছে ওই আধিকারিকের নাম দীপাংশু। সে প্রীতিকে কয়েকবার প্রেমের প্রস্তাব দিলেও প্রীতি তাতে সাড়া দেয়নি। তবে এটাই সঠিক কারন কিনা খতিয়ে দেখছে পুলিশ। 

RELATED ARTICLES

Most Popular