Homeএখন খবরপঞ্চভূতে বিলীন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশ্যে...

পঞ্চভূতে বিলীন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল থেকে বাড়ির উদ্দেশ্যে ‘ফেলু দা’

ওয়েব ডেস্ক : করোনায় কেড়েছে বহু গুণী মানুষের প্রাণ। দীর্ঘ ৪০ দিনের কঠিন লড়াইয়ের পর শেষমেশ রবিবার বেলা ১২:১৫ মিনিট নাগাদ যুদ্ধে ইতি টানলেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এদিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর পরই দুপুর ১২: ৪৫ মিনিট নাগাদ দক্ষিণ কলকাতার বেলেভিউ নার্সিংহোমে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে অভিনেতার মৃত্যু সংবাদ পাওয়ার পর পরই হাসপাতালে পৌঁছে গিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার, মন্ত্রী অরূপ বিশ্বাস, আলাপন বন্দ্যোপাধ্যায়র সহ বেশ কয়েকজন। এদিকে প্রিয় অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই হাসপাতাল চত্বরে ক্রমেই বাড়ছে অনুরাগীদের ভিড়। ফলে স্বাভাবিকভাবেই পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে কড়া পুলিশি নিরাপত্তা। পরিবার ও চিকিত্সকদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি উঠে এসেছে সংবাদমাধ্যমের ক্যামেরায়। পরিবারের সঙ্গে আলোচনা করেই অভিনেতার শেষযাত্রার যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিন বেলভিউ থেকে দুপুর ২টো নাগাদ সৌমিত্রবাবুর মরদেহ নিয়ে যাওয়া হবে তাঁর গল্ফগ্রিনের বাড়িতে। পরে সেখান থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে টেকনিশিয়ান স্টুডিওতে। সেখান থেকে এদিন দুপুর ৩ টে থেকে ৫:৩০মিনিটের মধ্যে অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে৷ সেখানে ২ ঘন্টা মরদেহ রাখার পর সৌমিত্রবাবুর মরদেহ পায়ে হেঁটে ক্যাওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এরপর ৬:১৫-৬:৩০ মিনিটে সেখানেই গান স্যালুট দেওয়া হবে। এরপর সেখানেই সৌমিত্রবাবুর শেষকৃত্য সম্পন্ন করে তাঁকে পঞ্চভূতে বিলীন করা হবে।

RELATED ARTICLES

Most Popular