Homeএখন খবর২৫ছাত্রীর লেগিংস খুলিয়ে বিতর্কে বোলপুরের স্কুল , রিপোর্ট চাইলেন শিক্ষা মন্ত্রী

২৫ছাত্রীর লেগিংস খুলিয়ে বিতর্কে বোলপুরের স্কুল , রিপোর্ট চাইলেন শিক্ষা মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা: অন্ততঃ ২৫জন ছাত্রীকে লাইন দিয়ে দাঁড় করিয়ে তাদের লেগিংস খুলে নেওয়া হয়েছে এমনই অভিযোগ জানালেন ওই ছাত্রীদের অভিভাবকরা। বীরভূমের বোলপুর শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের এই ঘটনায় মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ক্ষুব্ধ অভিবাকরা সেই লেগিংস গুলি হাতে নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন স্কুলের সামনে। ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনার কথা অস্বীকার করে বোলপুরের মকরমপুরে আইসিএসই বোর্ডের প্রিন্সিপাল সিস্টার অর্চনার যদিও দাবি, ‘‘তেমন কিছুই হয়নি । স্কুলে একটা নির্দিষ্ট পোশাক বিধি রয়েছে। সে সম্পর্কে আগেই অভিভাবকদের জানানো হয়েছিল।’’

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ক্ষুব্ধ অভিভাবকদের বক্তব্য , বোলপুরে যথেষ্ট ঠান্ডা পড়েছে  সকাল সাড়ে ৭টায় ক্লাস শুরু। স্কুলের ফ্রকের সঙ্গেই ঠান্ডা এড়াতে গত কয়েকদিন ধরেই কোনও কোনও অভিভাবক লেগিংস পরিয়ে স্কুলে পাঠাচ্ছিলেন তাঁরা। খবর যায় প্রিন্সিপালের কাছে। অভিযোগ, তিনিই শাস্তি হিসেবে ‘অন্য’ লেগিংস খুলে নেওয়ার নির্দেশ দেন। লোয়ার কেজি থেকে চতুর্থ শ্রেণি মিলিয়ে তেমন ছাত্রী ছিল অন্ততঃ ২৫ জন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এক পড়ুয়ার কথায়, ‘‘আমাদের সবাইকে লাইন করে দাঁড় করিয়ে লেগিংস খোলানো হয়।’’ ছুটির সময়ও ফেরত দেওয়া হয়নি পোশাক। ছাত্রীদের ওই অবস্থায় বাড়ি ফিরতে দেখে হতবাক হয়ে যান অভিভাবকেরা।  রাতেই কিছু অভিভাবক শান্তিনিকেতন থানায় যান। পুলিশ স্কুলের তরফে কয়েক জনকে ডেকে পাঠায়। অভিভাবকদের জানানো হয় লিখিত অভিযোগ হলে ব্যবস্থা নেওয়া হবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরপরই মঙ্গলবার স্কুল ছুটির সময় উত্তপ্ত হয়ে ওঠে স্কুল চত্বর।  অভিভাবকেরা প্রিন্সিপালের ঘরে বিক্ষোভ দেখাতে থাকেন। পোশাক খুলিয়ে ক্লাস করানোর দাবি অবশ্য সিস্টার অর্চনা মানেননি। তাঁর দাবি, ‘‘কোথাও ভুল হচ্ছে। এমন কোনও ঘটনা ঘটেনি।’’

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনা জানার পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান  নিরাপত্তা ও আচার আচরণ সংক্রান্ত বিষয় নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে সম্ভব নয়। তবুও, ‘‘তবু শিক্ষা দফতরের আধিকারিকদের বলব পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে। তার পরে দফতরের সচিবকে বলব আইসিএসই বোর্ডের সঙ্গে কথা বলতে।’’
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন বীরভূমের জেলা শাসক মৌমিতা বসু গোদারা। 

RELATED ARTICLES

Most Popular