Homeরাজ্যউত্তরবঙ্গঅসমের পর উত্তরবঙ্গ , ৫দিনের মাথায় ফের চিতা বাঘকে পিটিয়ে মারল...

অসমের পর উত্তরবঙ্গ , ৫দিনের মাথায় ফের চিতা বাঘকে পিটিয়ে মারল জনতা

নিজস্ব সংবাদদাতা: ৫দিনের মাথায়  ফের চিতাবাঘকে পিটিয়ে মারার ঘটনা ঘটল দেশে। অসমের পর এবার ঘটনা উত্তরবঙ্গে। মঙ্গলবার ডুয়ার্স মরাঘাট ও হলদিবাড়ি চা বাগানের মাঝে উদ্ধার একটি চিতা বাঘের মৃতদেহ। দুপুর বেলা বাগানের শ্রমিকরা কাজে গেলে নালার মধ্যে মৃত অবস্থায় দেখতে চিতা বাঘের মাঝ বয়সি শাবক টিকে মৃত অবস্থায় দেখতে পান। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাগানে , খবব দেওয়া হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খবর পেয়ে ছুটে যান জলপাইগুড়ি অননারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী এবং বিন্নাগুড়ি স্কোয়াডের রেঞ্জার অর্ঘ্যদীপ রায় ও কর্মীরা। তারা ঘটনা স্থলে গিয়ে সরজমিনে তদন্ত করেন । উদ্ধার করা হয়েছে চিতা বাঘের মৃত দেহ টি। ঘটনা স্থলে নালার মধ্যে একটি বাঁশ পরে থাকতে দেখা যায় । বন কর্মীদের প্রাথমিক অনুমান সেই বাঁশ অথবা ভারি কোন বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছিলো । যার কারনে নাক মুখ দিয়ে রক্তক্ষরন হয় চিতা শাবক টির । এমন কি শাবক টির মাথার খুলির হাড় ভেঙে ভেতরে ঢুকে গেছে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এর থেকেই প্রাথমিক অনুমান পিটিয়ে খুন করা হয়েছে মাঝ বয়সি চিতা শাবক টিকে । মৃত চিতা শাবকটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় গরুমারা জাতীয় উদ্যানে। সেখানে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষন কেন্দ্রে ময়না তদন্ত করা হবে । এদিকে বন দপ্তরে তরফে পিটিয়ে মারার ঘটনায় কারা যুক্ত দের খোঁজে জিজ্ঞাসা বাদ শুরু করেছে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এ বিষয়ে জলপাইগুড়ির অননারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী বলেন , চিতা বাঘ টিকে সম্ভবত কোনো ভারি বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে যার কারনে রক্ত ক্ষরন হয়ে মারা গেছে বলে অনুমান । তবে যারাই করে থাকুন তাদের খোজ করতে শুরু করেছে বনাধিকারিকরা ।চিতা বাঘ পিটিয়ে মারার ঘটনায় ক্ষুদ্ধ রাজ্যের বন মন্ত্রী রাজীব  ব্যানার্জী ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বন মন্ত্রী বলেন , খুবই  দুঃখ জনক ঘটনা। কঠিন ব্যাবস্থা নেওয়া হবে যারা এই চিতা বাঘ পিটিয়ে মারার ঘটনায় অভিযুক্ত । আধিকারিক দের নির্দেশ দেওয়া হয়েছে গোটা ঘটনা ক্ষতিয়ে দেখার জন্য ।
উল্লেখ্য গত বৃহস্পতিবার অসমের ডিব্রুগড়ের দিল্লাবাড়ি চা বাগান এলাকায় খাবারের খোঁজে গ্রামে ঢুকে পড়া একটি চিতাবাঘকে পিটিয়ে মারার পর তার মাংস দিয়ে পিকনিক করার ঘটনা জানার পর দেশ জুড়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন পশুপ্রেমীরা। 

RELATED ARTICLES

Most Popular