Homeরাজ্যউত্তরবঙ্গচা শ্রমিকদের তৎপরতায় ওলদাবাড়ি থেকে উদ্ধার আহত চিতা শাবক

চা শ্রমিকদের তৎপরতায় ওলদাবাড়ি থেকে উদ্ধার আহত চিতা শাবক

ইনসেটে অসুস্থ চিতা শাবক , উদ্ধার করে নিয়ে যাচ্ছেন বনকর্মীরা 

নিজস্ব সংবাদদাতা: দফায় দফায় চিতা শাবক খুনের পর বিপরীত একটি ঘটনায় স্বস্তিতে বনদপ্তর।  উত্তরবঙ্গের একটি চা বাগানের শ্রমিকদের তৎপরতায় আহত চিতা শাবকের প্রান বাঁচানো গেল বলে জানিয়েছে বনদপ্তর। শুক্রবার ঘটনাটি ঘটেছে মাল মহকুমার যোগেশচন্দ্র চা বাগানের।ঐ বাগানের ম্যনেজার জানান যে সকালে শ্রমিকরা কাজ করার সময় গাছে চড়ে শিরিশ গাছের বীজ সংগ্রহ করছিল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেই সময় তারা লক্ষ্য করেন যে ঝোপের  মধ্যে একটি চিতাবাঘ যন্ত্রনায় ছটপট করছে তারা দ্রুত বাগানের ম্যানেজারকে খবর দেয়।ম্যানেজার আপাল চাঁদ রেঞ্জ অফিস ও মাল বন্যপ্রানী শাখায় খবর দিলে দ্রুত তারা ঘটনাস্থলে পৌছে যান। এরপর জাল দিয়ে চিতা শাবকটিকে ধরা হয়।মাল বন্যপ্রানী রেঞ্জার বিভুতি রঞ্জন দাস ও আপালচাঁদ রেঞ্জার কাজী সাহাবুদ্দিন বলেন বাগানের শ্রমিকদের তৎপরতায় দেড় মাসের স্ত্রী চিতাবাঘের শাবকটিকে উদ্ধার করা সম্ভব হল।এ জন্য বাগান কতৃপক্ষ ও শ্রমিকদের ধন্যবাদ জানান।চিতাশাবকটিকে চিকিৎসার জন্য লাটাগুড়ি রেসকিউ সেন্টারে পাঠান হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য গত দু’মাসে উত্তরবঙ্গে বেশ কয়েকটি চিতা শাবক খুনের ঘটনা ঘটেছে। শেষতম ঘটনায় একসাথে তিনটি চিতা শাবক খুনের ঘটনা ঘটে। এই চিতা শাবকটি কি ভাবে আহত হল তা খতিয়ে দেখছে বনদপ্তর। 

RELATED ARTICLES

Most Popular