Homeএখন খবরআলুগাড়ির ধাক্কায় ভাঙল গিরি ময়দানের গেট, ধাক্কা বাসেও , যানজটে নাকাল মানুষ

আলুগাড়ির ধাক্কায় ভাঙল গিরি ময়দানের গেট, ধাক্কা বাসেও , যানজটে নাকাল মানুষ

নিজস্ব সংবাদদাতা: নির্ধারিত ট্রেনের জন্য নিয়ম মাফিক লেভেল ক্রসিংয়ের গেট পড়ার সময় তাড়াহুড়ো করে পের হতে গিয়ে এক আলুর বস্তা বোঝাই ম্যাটাডরের  ধাক্কায় ভেঙে পড়ল খড়গপুর গিরি ময়দান স্টেশন সংলগ্ন অরোরা গেটের একাংশ। ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ এসে ওই রাস্তায় যাতায়ত বন্ধ করে দেওয়ায় মানুষকে ঘুরপথে খরিদা গেট দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তবে প্রবল সমস্যায় পড়েছে ওই রুটের যাত্রীবাহী বাস ও মালবাহী লরিগুলি। বেলা ১২টা ৫৫থেকে অরোরা গেট দিয়ে  পুরোপুরি স্তব্ধ যান চলাচল।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ১২টা ৫০`নাগাদ গিরিময়দান রেল স্টেশনে  একটি ট্র্রেন আসার সময় নিয়ম মাফিক বন্ধ করা হচ্ছিল অরোরা গেটটি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ওই সময় গোলবাজারের দিক থেকে আসছিল আলু বোঝাই গাড়িটি । গেট পড়ছে দেখতে পেয়েই গোলবাজারের দিক থেকে আসা আলু বোঝাই ম্যাটাডরটি
দ্রুত চলে আসে গেট পেরিযে যাওয়ার জন্য ।

উত্তর দিকের গেট পের হয়ে দক্ষিনের গেট পেরুনোর মুখেই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ধাক্কা মারে গেটের গোড়ায়। দুমড়ে মুচড়ে যায় গেট । ঝুলে পড়ে রাস্তার ওপর । ঠিক ওই সময়ে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর  থেকে আসা রামগড়গামী রাধাগোবিন্দ যাত্রীবাহী বাস (WB-33B-/1186)খড়গপুর বাসস্ট্যান্ড যাওয়ার জন্য উল্টো দিক থেকে গেট পের হওয়ার অপেক্ষায় ছিল। ম্যাটাডরটি এবার ধাক্কা মারে তার সামনের অংশে ধাক্কা মারে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
একদিকে বাসের যাত্রীদের হৈচৈ অন্যদিকে যানজটে আটকে পড়া যানবাহন ও স্কুটার বাইক সাইকেল পথচারি মিলিয়ে ব্যপক জটের সৃষ্টি হয়। ছুটে আসে পুলিশ । আটক করা হয়েছে ম্যাটাডরটিকে।
দু’পাশেই ব্যারিকেড করে আপাতত যাতায়ত বন্ধ করে রাখা হয়েছে। ছোট যানবাহন খরিদা গেট হয়ে যাওয়া আসা করলেও ভোগান্তির শেষ নেই বড় গাড়ি গুলির ।

RELATED ARTICLES

Most Popular