Homeএখন খবরহাওড়ায় বালী- জগাছায় উদ্দীপনার সাথে শুরু হল কৃষিমেলা

হাওড়ায় বালী- জগাছায় উদ্দীপনার সাথে শুরু হল কৃষিমেলা

নিজস্ব সংবাদদাতা :  শনিবার  দুপুরবেলা বালী- জগাছা ব্লকের চকপাড়া-আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ জয়পুর বিলের ইচ্ছেডানা পার্ক সংলগ্ন ময়দানে বিপুল জনাসমাগমে উদ্বোধন হল তিনদিনের মাটি, কৃষি, উদ্যানপালন, মৎস্য, খাদ্য, কৃষি বিপণন, সমবায় ও প্রাণীসম্পদ মেলা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার শুভ সূচনা করেণ বন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, কর্মাধ্যক্ষ, সদস্য, প্রধান ও বিভিন্ন জন প্রতিনিধি সহ জেলা ও ব্লকস্তরের আধিকারিকবৃন্দ।  উদ্বোধনী ভাষণে শ্রী রাজীব বন্দ্যোপাধ্যায় মেলার উদ্দেশ্য সম্বন্ধে জনসাধারণকে অবহিত করেন। তিনি বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় সকল সরকারি দপ্তরগুলির পরিষেবামূলক কর্মসূচী ও আধুনিক বিজ্ঞানের সঠিক প্রয়োগ সম্পর্কে তৃনমূলস্তরের জনসাধারণের জ্ঞাতার্থে মেলার আয়োজন করছেন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সরকারি দপ্তরগুলি সুন্দরভাবে স্টল সাজিয়েছেন। সকলের দৃষ্টি আকর্ষণ করে প্রাণীসম্পদ, কৃষি ও উদ্যানপালনের স্টল। নানাবিধ সবজি, ফল, লাল মুরগী, ছাগল প্রতিযোগিতায় অংশগ্রহন করেণ শতাধিক কৃষক ও প্রাণীপালক।বিভিন্ন দপ্তরের আধিকারিক তাঁদের কর্মসূচী ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা বিষয়ে আলোকপাত করেণ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নাগরিক সংশোধনী আইন নিয়ে তোলপাড় রাজ্য। প্রতিবাদ বিক্ষোভের আঁচ পড়েছে হাওড়া জেলার গায়েও । তারমধ্যে একটু ব্যতিক্রম রইল জগাছা। উদ্যোক্তারা জানিয়েছেন, বাকি দুদিন রকমারি প্রতিযোগিতা, ক্যুইজ, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজানো থাকছে মেলা।শীতের শুরুতে প্রবল উৎসাহ নিয়ে এলাকার মানুষ আজ মেলামুখী।

RELATED ARTICLES

Most Popular