Homeএখন খবরগ্রামীন জীবনের মানোণ্ণয়নে উন্নত ছাগল বিতরন করল হাওড়া প্রানী সম্পদ দপ্তর

গ্রামীন জীবনের মানোণ্ণয়নে উন্নত ছাগল বিতরন করল হাওড়া প্রানী সম্পদ দপ্তর

নিজস্ব সংবাদদাতা: সোমবার  হাওড়ার বালী- জগাছা ব্লকের কোনা হাইরোড পার্শ্বস্থ বি. ডি. ও. অফিস ক্যাম্পাসে পঞ্চায়েত সমিতি ও প্রাণীসম্পদ  বিকাশ বিভাগের পক্ষ থেকে জীবন ও জীবীকার মান উণ্ণয়নে প্রাথমিক পর্যায়ে ১৯ জন উপভোক্তার হাতে তুলে দেওয়া হলো পাঁচটি করে (ব্ল্যাক বেঙ্গল প্রজাতির) বাংলার কালো ছাগল। বিতরণের পূর্বে প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা করেন বি. ডি. ও. শ্রী অসিত বরণ ঘোষ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আধুনিক প্রযুক্তির আলোকে বিজ্ঞানসম্মত উপায়ে ছাগল পালন সম্পর্কে  বিষদভাবে অবহিত করেন বি.এল. ডি. ও. ডাঃ দেবজ্যোতি ঘোষ, ভি. ও. ডাঃ সুব্রত সানকি এবং জেলাস্তরের আধিকারিক সহ অধিকর্তা ডাঃ সুব্রত রায়। প্রশিক্ষণ শিবির ও বিতরণ কর্মসূচিতে উপস্থিত থেকে প্রাণীপালনে উৎসাহিত করেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি চম্পা ঘোষ, সহকারী সভাপতি শ্রী তাপস আইন, কর্মাধ্যক্ষ শ্রী রমেণ মান্না, শ্রীমতি তন্দ্রা গাঙ্গুলী, শুক্লা দত্ত, শম্পা আটা, সুস্মিতা হাতি, কাবেরী দে প্রমুখ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মৎস্য ও প্রাণীসম্পদ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষা শ্রীমতি লীনা সাঁতরা জানান বর্তমান অর্থনৈতিক বর্ষে মোট ৪২ জন উপভোক্তাকে ৫ টি (৪ টি স্ত্রী ও ১ টি পুরুষ) করে ছাগল, ২০ কেজি করে সুষম খাবার, প্রয়োজনীয় ঔষধ, যাতায়াতের জন্য ৬০ টাকা এবং ছাগলের পালনের পুস্তিকা সহ একটি ট্রেনিং কিট্ দেওয়া হচ্ছে। প্রতিটি ছাগলকে আগামী এক বছরের বীমার আওতায়ও নেওয়া হয়েছে সরকারিভাবে।  গত আর্থিক বর্ষের একজন ছাগল প্রাপক দূর্গাপুর- অভয়নগর ২ নং গ্রাম পঞ্চায়েতের বেলানগরের বাসিন্দা ছন্দা মন্ডল তাঁর অভিজ্ঞতা তুলে ধরেণ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি জানান পাঁচটি ছাগল একবছর পালনের পর তিনি ১০ টি বাচ্চা পেয়েছেন, যার থেকে দুটি পাঁঠা ছাগলকে কালিপূজার আগে প্রতিটি তিনহাজার টাকা দরে বিক্রি করেছেন, এছাড়াও তাঁর নাতি ছাগলের দুধ খাচ্ছে ও  ৮০ টাকা কেজি দরে   প্রতিদিন হাফ্ লিটার দুধ বিক্রি করছেন।
         দ্বিতীয় অর্ধে বার্ড ফ্লু সহ বিভিন্ন নতুন নতুন রোগ নিয়ে প্রাণীপালকসহ সাধারণ জনগনকে সচেতন করার লক্ষে আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

Most Popular