Homeএখন খবরলক ডাউন শহর বাংলা ! ভয় নয়, ভয় ভাঙার লড়াই! আপনার প্রয়োজনীয়...

লক ডাউন শহর বাংলা ! ভয় নয়, ভয় ভাঙার লড়াই! আপনার প্রয়োজনীয় সমস্ত কিছুই থাকছে স্বাভাবিক

নিজস্ব সংবাদদাতা- আগামীকাল বিকেল পাঁচটা থেকে লকডাউন ঘোষণা করল সরকার। আগামী ২৭শে মার্চ পর্যন্ত এই লক ডাউন জারি থাকবে। আর এই নিয়ে নিমেষেই ছড়িয়েছে গুজব । কিন্তু ভয় পাওয়ার কোনও কারন নেই। লক ডাউন শুধু মাত্র কয়েকটা শহরেই সীমাবদ্ধ। বিস্তীর্ণ গ্রাম বাংলা এর বাইরে। সেখানে জনজীবন সম্পুর্ন স্বাভাবিক থাকছে। করোনা ভাইরাস বাতাসে ছড়ায় না, ছড়ায় মানু্ষের মাধ্যমে। তাই মানু্ষের যাতায়ত সীমাবদ্ধ করতে সমস্ত রকম গন পরিবহন, রেল এবং সমস্ত প্রকার অফিস আদালত দোকানপাট সমস্ত কিছু বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছে সরকার। তবে সরকারি নির্দেশিকা অনুসারে হাসপাতাল, ব্যাংক এবং অত্যাবশ্যকীয় পণ্যসামগ্রী এর বাইরে থাকবে বলে জানা গিয়েছে। সরকারের তরফ থেকে একসাথে সাত জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

জানুন এই লকডাউন কি?
লকডাউন মানে হল বিশেষ পরিস্থিতিতে মানুষ যাতে একসাথে বাইরে না বেরোন তার জন্য এই বিশেষ ব্যবস্থা। এতে জমায়েত হতে পারে তার জন্য ব্যবস্থা। সাধারণত অফিস আদালত এবং জনসমাগম হতে পারে এরকম স্থান গুলিকে নিষিদ্ধ করা হয়। ফলে ভাইরাস ছড়ানোর কোনো রকম সম্ভাবনা কমে যাবে।

এই লকডাউনের তালিকায় মেদিনীপুর, ঘাটাল, খড়গপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া ইত্যাদি কিছু পৌর শহর এই লকডাউনের তালিকায় রয়েছে। এছাড়াও প্রায় সকল জেলা সদর এবং মহকুমা শহরগুলিকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এমনিতেই আজকের জনতা কারফিউ জনতা প্রবলভাবে সফল হয়েছে। মানুষজন বাড়ি থেকে বেরোননি একদমই। খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রামের বাজার হাট বন্ধ ছিল। সড়ক পথের পাশাপাশি রেলপথও বন্ধ থাকায় সেভাবে কাউকেই বের হতে দেখা যায়নি।

তবে এই লকডাউনে সাধারণ মানুষকে স্বস্তি দিতে পেট্রোল পাম্প, বাজার, এটিএম পরিষেবা আংশিক খোলা থাকবে। গন পরিবহন আগামী কাল বিকেলের পর বন্ধ হয়ে যাবে। আজ সারাদিনই অন্যান্য রাজয়গুলি থেকে আসা ট্রেনগুলির যাত্রীদের নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য খড়গপুর, মেদিনীপুর, সাঁতরাগাছি স্টেশনে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসগুলি সারাদিনই পরিষেবা দিয়ে গেছে। সংস্থার ঝাড়গ্রাম ডিপোর ডিআই শীতল চক্রবর্তী জানান আজ এবং কালও বিকেল পাঁচটা অবধি তাঁদের বাসগুলো জনগণকে পরিষেবা দিয়ে যাবে।

জেনে রাখুন কোথাও কোনও অবস্থাতেই মুদির দোকান , সবজি বাজার, মাছ , মুরগি, মাংসের দোকান বন্ধ করা হচ্ছেনা, এমনকি কোনও শহরেও নয়। ওষুধ দোকান , পেট্রোলপাম্প খোলা থাকবে। সমস্ত ধরনের খাদ্য শষ্যের দোকান ও সরবরাহ অটুট থাকবে। কালোবাজারি ও মজুতদারদের ওপর তীক্ষ্ণ নজর থাকবে পুলিশের । এমতাবস্থায় পাঠকদের অনুরোধ তাঁরা যেন আতঙ্কিত না হয়ে এই অবস্থায় নিজের বাড়িতে সুরক্ষিত থাকেন। জিনিসপত্র অযথা মজুত করে অসাধু ব্যবসায়ীদের সহায়তা করবেন না। আপনাদের কাছে প্রতি মুহুর্তের আপডেট, নতুন নতুন সরকারি নির্দেশিকা ‘দ্য খড়গপুর পোষ্ট’ সময়ে সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর।

RELATED ARTICLES

Most Popular