Homeএখন খবরলকগেট মেরামতির সময় জল ছাড়ায় বিপর্যয়, ভাসল গ্রাম

লকগেট মেরামতির সময় জল ছাড়ায় বিপর্যয়, ভাসল গ্রাম

নিজস্ব সংবাদদাতা: কংসাবতী খালের লকগেটে মেরামতির সময়ে হঠাৎই জল ছাড়ায় জলে ভেসে গেল গ্রাম । বৃহস্পতিবার কাকভোরে ঘুম ভেঙ্গে গ্রামবাসীরা দেখেন বাড়ির ভেতরে জল । বাড়ির উঠানে জল। রাস্তায় নদীর স্রোতের মতো ছুটছে জল। আচমকা এই ঘটনায় হকচকিয়ে যান ঝাড়গ্রাম এর রাধানগর গ্রাম পঞ্চায়েতের জমিদারডাঙ্গা গ্রামের প্রায় ৫৫ টি আদিবাসী পরিবারের মানুষজনেরা। ঘুমের ঘোর কেটে কিছু বুঝে ওঠার আগেই বেশকিছু গৃহপালিত পশু জলের তোড়ে ভেসে যায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গিয়েছে , জমিদার ডাঙ্গা গ্রামের পাশেই দিয়েই চলে গিয়েছে কংসাবতী ক্যানেল। আর কংসাবতী ক্যানেলে এ এদিন ভোর রাতে আচমকা জল ছেড়ে দেওয়া হয়। অপরদিকে জমিদারডাঙ্গা গ্রামের কাছেই কংসাবতী ক্যানেলের লকগেট মেরামতির কাজ চলছিল। এই কাজের জন্য চারটে লক  গেটের তিনটি লকগেট বন্ধ থাকলেও একটি লক গেট খোলা ছিল। আর সেই খোলা লক গেট দিয়ে শাখা ক্যানেল ধরে হু হু করে জল ঢুকে যায় জমিদারডাঙ্গা গ্রামে। তাতেই বিপত্তি। জানা গিয়েছে, একটি ঠিকাদারি সংস্থা লকগেট মেরামতের বরাত পেয়েছেন।

বুধবার রাতে নির্মাণকারী সংস্থা কে বাঁকুড়া খাতড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগ থেকে জানানো হয় জল ছাড়া হবে। তবে তা খুব কম পরিমাণে। উর্ধতন কর্তৃপক্ষ কম পরিমাণে জল ছাড়ার কথা বললেও কার্যত এদিন চ্যানেলে জলের মাত্রা ছিল যথেষ্ট বেশি। উল্লেখ্য, বাঁকুড়ার মুকুটমণিপুর জলাধার থেকে কংসাবতী ক্যানেলে জল ছাড়া হয়। এদিন জমিদারডাঙ্গা গ্রামে গিয়ে দেখা গেল গ্রামের রাস্তায় ছুটছে জল। বেশকিছু মাটির বাড়ির দেওয়াল ধসে গিয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গ্রামবাসীরা অভিযোগের সুরে জানালেন, তাদের  জানানো হয়নি জল ছাড়া হবে। এদিন ভোরে তারা উঠে দেখেন বাড়ির ভেতরে জল ঢুকে গিয়েছে। রাস্তায় জল ছুটছে। তাদের গৃহপালিত পশু জলে ভেসে গিয়েছে। কংসাবতী ক্যানেলের লক গেট মেরামতের দায়িত্বে থাকা নির্মাণকারী সংস্থার আজগর আলী এই ঘটনার সম্পূর্ণ দায়ভার খাতড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। তিনি বলেন তাদের রাতে জানানো হয়েছিল খুব কম মাত্রায় জল ছাড়া হবে ।আমরা বলেছিলাম মেরামতির কাজ চলছে। ইঞ্জিনিয়ার সাহেব জানিয়েছিলেন তাতে কোন অসুবিধা হবে না। এদিকে ভোরে গ্রাম ভেসে যাচ্ছে বলে আমাদের কাছে খবর আসে।

RELATED ARTICLES

Most Popular