Homeএখন খবর৩১ মে অবধি বাড়ল লকডাউন, সন্ধ্যার পরেই কার্ফ্যু, দেখুন কি খোলা আর...

৩১ মে অবধি বাড়ল লকডাউন, সন্ধ্যার পরেই কার্ফ্যু, দেখুন কি খোলা আর কি বন্ধ

নিজস্ব সংবাদদাতা: ৩১ মে পর্যন্ত বাড়ল চার দফার লকডাউন। এই নিয়ে মোট ৬৮ দিনে গড়াতে চলেছে দেশ জুড়ে লকডাউনের মেয়াদ। একদিনের জনতা কার্ফ্যু দিয়ে আ্যসিড টেস্ট দিয়ে শুরু করেছিলেন মোদি। তারপর প্রথম দফার ২১ দিন। সেই দফা শেষ হওয়ার দু’দিন আগেই ফের টিভির পর্দায় হাজির হয়ে জনতার কাছে আরও ১৯ দিন চেয়ে নিয়েছিলেন এরপর কখনও থালা বাজাতে আর কখনও মোমবাতি জ্বালানোর কথা বলতে টিভিতে এসেছেন। তারপর তৃতীয় দফা শেষ হওয়ার মুখে ২০লক্ষ কোটির প্যাকেজ নিয়ে। তবে তৃতীয় বার আর চতুর্থবার ১৪,১৪ মোট ২৮ দিনের লকডাউন বাড়াতে আর টিভিতে আসেননি। ওটা উনি সচিবদের দিয়েই করিয়েছেন কারন লকডাউনের ফলে কোটি কোটি বিপন্ন বেরোজগার মানুষ বিরক্তি নিয়ে তাঁর মুখটা দেখুক এটা মোদি চাননি।

চতুর্থ দফায় লকডাউনের মেয়াদ বাড়ানো হলেও শিথিল করা হয়েছে বহু নিয়ম। যেমন এই প্রথম লকডাউনের চতুর্থ দফায়বলতেএই দফায় আন্তঃরাজ্য এবং রাজ্যের মধ্যে বাস এবং যাত্রিবাহী পরিবহণে ছাড় দেওয়া হয়েছে তবে বন্ধ থাকবে বিমান বা মেট্রো পরিষেবা। এই দফায় প্রথম রাজ্যগুলিকে ক্ষমতা দেওয়া হয়েছে পরিস্থিতি অনুযায়ী রাজ্য নিজেই রেড, অরেঞ্জ জোন নির্ধারণ করতে পারবে।
এবার ছাড় দিতে গিয়ে বলা হয়েছে আন্তঃরাজ্য এবং রাজ্যের মধ্যে যাত্রিবাহী বাস এবং অন্যান্য যান বাহন চলাচল করতে পারবে। তবে সামাজিক দূরত্ব বিধি মেনে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট রাজ্য।বন্ধ থাকবে বিমান পরিষেবা। তবে এবারও চলবে না মেট্রো রেল। পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী বিশেষ ট্রেন ও শ্রমিক স্পেশ্যাল ট্রেন ছাড়া চলবে না অন্য কোনও ট্রেন।

আগের গুলির মত এই দফাতে বন্ধই থাকছেস্কুল, কলেজ, বিশ্ববিদ্যলয়-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। হোটেল, রেস্তরাঁ, রিসর্ট বন্ধ থাকবে আগের মতোই। বন্ধ থাকবে সিনেমা, থিয়েটার, স্টেডিয়াম, প্রেক্ষাগৃহ, পানশালা, বিনোদন পার্ক এবং শপিং মল। রাজনৈতিক, ধর্মীয়, বা অন্যান্য যে কোনও ধরনের জমায়েত আগের মতোই নিষিদ্ধ থাকবে।ধর্মীয় উপাসনাস্থল সমস্ত বন্ধ থাকবে। কোনও ধরনের ধর্মীয় জমায়েত কঠোর ভাবে নিষিদ্ধ।

চতুর্থ দফায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন মেনে রাজ্যের রেড, অরেঞ্জ এবং গ্রিন জোন কোন গুলি হবে তা নির্দিষ্ট করবে রাজ্য।রেড এবং অরেঞ্জ জোনের মধ্যে কনটেনমেন্ট জোন এবং বাফার জোন নির্দিষ্ট করবে স্থানীয় প্রশাসন। কনটেনমেন্ট জোনের মধ্যে অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবা ছাড়া বাকি সমস্ত নিষিদ্ধ। চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয়তা ছাড়া মানুষের যাতায়াতও নিষিদ্ধ।
এবারও সন্ধ্যা ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত মানুষের রাস্তায় চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। তবে এবার এটা কঠোর ভাবে বলবৎ করার জন্য রাতের কার্ফ্যু জারি থাকবে।
৬৫ বছরের বেশি বয়সী, জটিল রোগে আক্রান্ত ব্যক্তি, অন্তঃসত্বা মহিলা এবং ১০ বছরের কম বয়সীদের বাড়িতে থাকতেই পরামর্শ দেওয়া হয়েছে।

এ দিন কেন্দ্রের আগেই ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করে দেয় মহারাষ্ট্র, পঞ্জাব ও তামিলনাড়ুর মতো রাজ্যগুলি। দেশ জুড়েই করোনা সংক্রমণ বাড়ছে। রবিবারই সারা দেশে করোনা সংক্রমণ ৯০ হাজার পেরিয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন চার হাজার ৯৮৭ জন, যা রেকর্ড। সংক্রমণের হারের দিকে তাকিয়েই চতুর্থ দফায় লকডাউনের মেয়াদ আরও ১৪ দিন বাড়ল। সোমবার পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের জন্য কিছু নির্দেশকা জারি করবেন কী খোলা থাকবে কী নয়, পাশাপাশি জেলাগুলির জোন চিত্র বদলানো হতে পারে।

RELATED ARTICLES

Most Popular