Homeএখন খবরভেলোর থেকে বুধবার খড়গপুরেই প্ৰথম ট্রেন, মঙ্গলবার মহড়া

ভেলোর থেকে বুধবার খড়গপুরেই প্ৰথম ট্রেন, মঙ্গলবার মহড়া

নিজস্ব সংবাদদাতা: লকডাউনের আগে দক্ষিনে গিয়ে আটকে পড়েছেন হাজার হাজার রোগী ও তাঁদের পরিবার। আটকে পড়েছেন রাজ্যের বহু শ্রমিকও। প্রায় ৫০ দিন লকডাউনে আটকে পড়া হাজার হাজার মানুষের অবস্থা শোচনীয়। ইতিমধ্যেই কয়েক হাজার রোগী বা তাঁদের আত্মীয়রা নিজেদের উদ্যোগে গাড়ি ভাড়া করে ফিরেছেন রাজ্যে কিন্তু রয়ে গেছেন আরও কয়েক হাজার যাঁদের নিজেদের সামর্থ্যে গাড়ি ভাড়া করে ফেরার ক্ষমতা নেই। ওই শ্রমিক আর রোগীর আত্মীয়দের নিয়ে বুধবারই খড়গপুরে আসছে প্রথম ট্রেন।

ভেলোর থেকে পশ্চিমবঙ্গের ৫টি জেলার লোকেদের নিয়ে সরাসরি এই ট্রেনটি আসছে খড়গপুরে। এখানেই মোট ১২০৭ জন যাত্রীকে নামিয়ে দিয়ে আপাদমস্তক সেনিটাইজ করার পর ট্রেন ফিরে যাবে ফের দক্ষিনে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, কলকাতা এবং দক্ষিন ২৪পরগনার ওই যাত্রীদের বাকি পথ পৌঁছে দেবে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস।
দক্ষিন থেকে আসা এই ট্রেন অবশ্য সরাসরি খড়গপুরে প্রবেশ না করে শহরতলির হিজলী স্টেশনে দাঁড়াবে। সাধারন ভাবে এমনিতেই খড়গপুর স্টেশনের ওপর চাপ কমাতে অধিকাংশ দক্ষিনের ট্রেন এখন হিজলীতেই দাঁড়ায়। খড়গপুর শহরের প্রান্তিক এলাকায় অবস্থিত অপেক্ষাকৃত কম জনবহুল ও স্টেশন চত্বরে প্রশস্ত জায়গা থাকায় দক্ষিনপূর্ব রেলের খড়গপুর ডিভিশন ও পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন হিজলীকেই বেছে নিয়েছেন যাত্রীদের নিরাপদ অবতরন করানোর জন্য।

জানা গেছে পশ্চিম মেদিনীপুরের ২৪৪ ,পূর্ব মেদিনীপুরের ৩৬৩ , কলকাতার ১৩৯জন , হুগলির ২১৫জন , ও দক্ষিন ২৪ পরগনার ২৪৬ জন মিলিয়ে মোট ১২০৭ জন ফিরছেন ট্রেনটিতে।
যাত্রীরা প্ল্যাটফর্মে নামার পর তাঁদের নামধাম ইত্যাদি রেজিস্ট্রেশন করার পর প্রাথমিক থার্মাল চেকিংয়ের পর যাত্রীদের নির্দিষ্ট বাসে তুলে দিয়ে রওনা করানো হবে নিজ নিজ জেলায় বা জেলার সংশ্লিষ্ট থানা এলাকায়। এই কারনে প্ল্যাটফর্মের বাইরে কয়েকটি টেবিল করা হচ্ছে।

সোমবার বিকালেই গোটা ব্যবস্থার তদারকি করতে হিজলী স্টেশনে উপস্থিত ছিলেন রেলের খড়গপুর ডিভিশনাল সিকিউরিটি কমিশনার বিবেকানন্দ নারায়ন, পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার খড়গপুর, কাজী সামসুদ্দিন আহমদ, খড়গপুরের মহকুমা শাসক বৈভব চৌধুরী সহ বেশ কয়েকজন আধিকারিক। মঙ্গলবার একটি মহড়াও সেরে ফেলা হবে পুলিশ ও রেলের তরফে।

RELATED ARTICLES

Most Popular