Homeএখন খবরআবারও দুর্ভাগ্যর খবর বাঙালির, ২০০০শ্রমিককে পথে বসিয়ে বন্ধ হল বিস্কুট কারখানা

আবারও দুর্ভাগ্যর খবর বাঙালির, ২০০০শ্রমিককে পথে বসিয়ে বন্ধ হল বিস্কুট কারখানা

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে শিল্পের বাজারে চুড়ান্ত মন্দা। শিল্প ও বানিজ্য সম্মেলন থেকেও বিনিয়োগের সম্ভাবনা খুব উজ্জ্বল নয়। একের পর এক শিল্প কারখানা বন্ধ হচ্ছে আর তারমধ্যেই শুক্রবার সাত সকালেই আরও একটি কারখানা বন্ধ হয়ে যাওয়ার খবর এল।  উত্তর ২৪পরগনার সোদপুরে বন্ধ হয়ে গেল একটি জনপ্রিয় বিস্কুট কারখানা।শুক্রবারই সকালে  লকআউট নোটিস ঝুলিয়ে দেওয়া হল ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজা বিস্কুট কারখানায়। পথে বসলেন প্রায় ২ হাজার শ্রমিক।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শ্রমিকদের অভিযোগ, বিভিন্ন অজুহাতে শ্রমিকদের  ন্যায্য পাওনা মেটাতে ইদানিং টালবাহানা করছিল কারখানা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সেই পাওনা নিয়েই কথা বলতে গেলে দুই শ্রমিককে বরখাস্ত করে কর্তৃপক্ষ। এরপরই শ্রমিকরা একযোগে পাওনার দাবি ও ওই দু’জনকে বরখাস্ত করার বিরুদ্ধে ক্ষোভ দেখায় ম্যানেজমেন্টের ঘরের সামনে। শুক্রবার সকালের শিফটে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখেন, লকআউট নোটিস ঝুলছে কারখানার গেটে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার সকালে এই খবর ছড়িয়ে পড়ার পরই চাঞ্চল্য এলাকায়। নিজেদের ভবিষ্যৎ নিয়ে  অনিশ্চয়তার মধ্যে পড়েছে রাজা বিস্কুটের ২০০০ শ্রমিক। এমনিতেই ঝুঁকছে ব্যারাকপুর শিল্পাঞ্চল। একের পর এক বন্ধ কারখানা। একটা সময়ে যে কারখানার চিমনি দিয়ে গলগল করে ধোঁয়া বেরতো এখন তা ঢেকেছে আগাছায়। গত সপ্তাহেই ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল বন্ধ হয়েছিল। সেখানেও কাজ হারিয়েছেন কয়েক হাজার শ্রমিক।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাজা বিস্কুটের শ্রমিকদের তরফে জানানো হয়েছে, লকআউট নোটিস নিয়ে তারা জেলা লেবার কমিশনারের কাছে যাবেন। এখন দেখার প্রশাসনিক হস্তক্ষেপে রাজা বিস্কুট কারখানায় আবার কবে কাজ চালু হয়। বিষয়টি নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক চাইছে শ্রমিকরা।

RELATED ARTICLES

Most Popular