Homeরাজ্যউত্তরবঙ্গআবারও রাজ্যে গনপিটুনিতে মৃত্যু, গরু চোর সন্দেহে পিটিয়ে মারা হল দুই...

আবারও রাজ্যে গনপিটুনিতে মৃত্যু, গরু চোর সন্দেহে পিটিয়ে মারা হল দুই যুবককে

নিজস্ব সংবাদদাতা: বর্বরতা ক্রমশঃ বাড়ছে রাজ্যে। নিজের হাতে আইন তুলে নেওয়ার এই ক্রমবর্ধমান প্রবনতার বলি হল দুই যুবক। গরু চোর সন্দেহে পিটিয়ে মারা হয়েছে দুজনকেই।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে বৃহস্পতিবার ভোরে গরু চোর সন্দেহে দুই যুবককে বেধড়ক মারধর করা হয় কোচবিহারের ফুলেশ্বরী এলাকায়। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় দু’জনের। ইতিমধ্যেই ঘটনায় তদন্ত শুরু করেছে তাপুরহাট ফাঁড়ির পুলিশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে কোচবিহারের ১ নম্বর ব্লকের পুঁটিমারির ফুলেশ্বরী এলাকা থেকে পিক আপ ভ্যানে দুটি গরু নিয়ে যাচ্ছিলেন দুই যুবক। অজ্ঞাত পরিচয় ওই যুবকদের দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরাই পথ আটকে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। কিন্তু কোনও সদুত্তর দিতে পারেনি বাবলা মিঞা ও প্রকাশ দাস নামে ওই দুই যুবক।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অভিযোগ, এরপরই ওই দু’জনকে বেধড়ক মারধর শুরু করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার তাপুরহাট ফাঁড়ির পুলিশ। গুরুতর জখম অবস্থায় ওই দু’জনকে উদ্ধার করে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসা শুরুর কিছুক্ষণের ব্যবধানে মৃত্যু হয় দু’জনের।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিনের ঘটনা প্রসঙ্গে কোচবিহারের এসপি সন্তোষ নিলাম্বকর বলেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গরু চোর সন্দেহেই মাথাভাঙার বাসিন্দা ওই দুই যুবককে মারধর করা হয়েছিল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। অবিলম্বে গোটা বিষয়টি স্পষ্ট হবে।’

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কয়েকমাস আগেই বিধানসভায় পাশ হয়ে গিয়েছে গণপিটুনি প্রতিরোধ বিল৷ জীবনের অধিকারকে সুনিশ্চিত করতে এবং ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার্থে, এই বিলটি এনেছিল রাজ্য সরকার৷ মনে করা হয়েছিল বিল পাশের পর পারিপার্শ্বিক পরিস্থিতির বদল ঘটবে। গণপিটুনি রোধ করা সম্ভব হবে। কিন্তু তারপরেও একাধিক ঘটনা ঘটেই চলেছে। আইনবিদরা জানিয়েছেন আইন হলেও তা খাতায় কলমেই থেকে গেছে। বাস্তবে তার কোনও প্রয়োগ না হওয়ায় দুর্বিত্তরা ঘটনা ঘটিয়েই চলেছে। 

RELATED ARTICLES

Most Popular