Homeএখন খবরমানুষ হয়ে মানু্ষের জন্য বাঁচার মন্ত্র শেখাতে খড়গপুরের মাটি ছুঁলেন মহারাষ্ট্রের কৃষক

মানুষ হয়ে মানু্ষের জন্য বাঁচার মন্ত্র শেখাতে খড়গপুরের মাটি ছুঁলেন মহারাষ্ট্রের কৃষক

মানুষ মানু্ষের জন্য

নিজস্ব সংবাদদাতা: এক জন্মেই জন্মান্তর, এক জন্মেই পুনর্জন্ম! বিজ্ঞানের আশীর্বাদ আর মানুষের ইচ্ছাই মানুষকে পুনর্জন্ম দিতে পারে এবং মানুষ চাইলেই একজনকে পুনর্জন্ম দিয়ে সেই জন্মান্তর দেখে যেতে পারে এই জীবনেই। একজন মানু্ষের কাছ থেকে আটজন মানুষ পুনর্জন্ম পেতে পারেন! ২০০০সালের অক্টোবর মাসে নিজের গ্রামে মরতে বসা ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানকে নিজের কিডনি দান করে এভাবেই পুনর্জন্ম দিয়েছিলেন মহারাষ্ট্রের এক দরিদ্র কৃষক আর তারপর থেকেই মানু্ষের দুয়ারে দুয়ারে দেশের শহরে শহরে সেই পুনর্জন্মের বার্তা দিয়ে বেড়াচ্ছেন ৬৮বছরের যুবক প্রমোদ লক্ষন মহাজন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সম্প্রতি সেই বার্তা নিয়েই পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে পৌঁছেছেন মহাজন। মহারাষ্ট্রের সাংলি গ্রাম থেকে গোয়া, কর্ণাটক, কেরালা, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা হয়ে পশ্চিম বাংলায় প্রবেশ করেছেন মহাজন। একটা কিডনি নিয়েই তিনি ১৩২দিনে ১৭হাজার ৫০০কিলোমিটার পথ পাড়ি দিতে গিয়ে দেশের ১৯টি রাজ্যের ৯৪টি শহর ছুঁয়ে যেতে যেতে এই বার্তাই পৌঁছে দিতে চান যে, অঙ্গ দান করেও মানুষ বাঁচাতে পারে এবং অন্য আরেকজনকে পুনর্জন্ম দিতে পারেন। মহাজন জানিয়েছেন তাঁর এই বাইক সফরে তিনি সাড়ে চার কোটি মানু্ষের কাছে সরাসরি অঙ্গদানের বার্তা পৌঁছে দেবেন আর যা অনুপ্রাণিত করবে মোট ১৫কোটি মানুষকে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যাত্রা পথেই মহাজন মানুষকে বোঝাচ্ছেন, কিডনি, ফুসফুস, লিভার ইত্যাদি আটটি দান করে একজন মানুষ আটজন মানুষকে পুনর্জন্ম দিতে পারেন, আটটি পরিবারকে বিপর্যয় থেকে রক্ষা করতে পারেন।এক অদ্ভুত দর্শন বহন করে চলেছেন মহাজন। মানুষ হয়ে মানুষকে বাঁচানোর মন্ত্র জপতে গিয়ে মহাজন বলেন

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কুকুর , বিড়াল এমনকি গরুও শুধুই নিজের জন্য বাঁচেনা, মানুষের জন্যও বাঁচে। কুকুর তার প্রভুকে রক্ষা করে, বিড়াল আমাদের ঘরে ইঁদুর, পোকামাকড় মেরে পরিবেশ পরিষ্কার করে, গরু আমাদের দুধ দেয়। পশু যদি মানু্ষের জন্য বাঁচাতে পরে তাহলে মানুষ হয়ে আমরা মানুষের জন্য বাঁচতে পারবনা কেন? এরকমই এক অভাবনীয় ভাবনা নিয়ে ‘মানু্ষের জন্য মানুষকে বাঁচাতে’ হবে এই মন্ত্র নতুন করে  শেখাতে এই বয়সেও অবিরাম সফরে এই প্রান্তিক কৃষক। যার কাছে নাগরিক জীবনও লজ্জা পাবে। 

RELATED ARTICLES

Most Popular