Homeএখন খবরখুব সহজে ঘরে বসেই তৈরি করুণ নিজের পরিদর্শন কার্ড

খুব সহজে ঘরে বসেই তৈরি করুণ নিজের পরিদর্শন কার্ড

টেক ডেস্ক: ভিজিটিং কার্ড শুধুমাত্র আপনার বিষয়ে তথ্যই অন্যের কাছে তুলে ধরে না, এটি এমন একটি শক্তিশালী হাতিয়ার, যা অন্যের কাছে আপনাকে স্মরণীয় করে তুলতেও সাহায্য করে। সেই সাথে আপনার ব্যবসা বা কাজের ক্ষেত্র প্রসারেও যথেষ্ট ভূমিকা রাখে। কিন্তু অনেক সময় দেখা যায় ইচ্ছা থাকলেও সময় বা আর্থিক অসুবিধার জন্য ভিজিটিং কার্ড তৈরি করা সম্ভব হয়ে ওঠে না। তবে আপনি কি জানেন, ঘরে বসেই ভার্চুয়াল ভিজিটিং কার্ড তৈরি করতে পারেন! হ্যাঁ, এই সুবিধা আপনাকে দিচ্ছে গুগল। তখুব সহজে ঘরে বসেই তৈরি করুণ নিজের পরিদর্শন কার্ডবে গুগলের এই ভার্চুয়াল ভিজিটিং কার্ড কেবল মোবাইল ব্যবহারকারীদের জন্য উপলব্ধ করা হয়েছে। ‘People Cards’ নামের এই ভার্চুয়াল কার্ড বর্তমানে কেবল ইংরেজি ভাষাতে প্রযোজ্য করা হয়েছে বলে জানা গিয়েছে।

জেনে নিন কীভাবে বানাবেন ভার্চুয়াল ভিজিটিং কার্ড-
ভার্চুয়াল ভিজিটিং কার্ড বানানোর জন্য সবার প্রথমে গ্রাহককে নিজের ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে ‘Add me to search’।

তারপরে সামনে আসা প্রথম লিংকে ক্লিক করতে হবে। তারপর গ্রাহক সেখানে নিজের মেল আইডিতে থাকা প্রোফাইল পিকচারটি দেখতে পারবেন। এর পরে দিতে হবে কিছু তথ্য। এক্ষেত্রে মনে রাখবেন, এখানে সেই সব তথ্য প্রদান করা উচিৎ যা আপনি সবার জন্য খোলা রাখতে পারবেন।

এবার জানে নিন কী কী তথ্য প্রদান করতে হবে-
ভার্চুয়াল কার্ডের জন্য গ্রাহককে যেসব তথ্য প্রদান করতে হবে, তার মধ্যে থাকবে গ্রাহকের নাম, গ্রাহক কি কাজের সাথে যুক্ত, কোথায় কাজ করেন, কোথায় থাকেন, গ্রাহকের পড়াশুনার তথ্য ইত্যাদি। এর পরে প্রি ভিউ অপশনে ক্লিক করতে হবে। এর পরেই গ্রাহক নিজের ভার্চুয়াল কার্ড টি সার্চ রেজাল্টে দেখতে পারবেন।

RELATED ARTICLES

Most Popular