Homeএখন খবর১ মে-র বদলে ৩০ এপ্রিল শুক্রবার প্রার্থী-এজেন্টদের নিয়ে দুপুরেই ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী

১ মে-র বদলে ৩০ এপ্রিল শুক্রবার প্রার্থী-এজেন্টদের নিয়ে দুপুরেই ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:-ভার্চুয়াল বৈঠকের দিনবদল। শনিবার হবে না সেই বৈঠক। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করেছিলেন, ভোট গণনার আগের দিন দুপুরে প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের নিয়ে বৈঠক করবেন। কিন্তু বৃহস্পতিবার অষ্টম দফার ভোটগ্রহণ চলার মাঝেই বৈঠকের দিনক্ষণ বদল করলেন তিনি।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে,ওই বৈঠক ১ মে-র বদলে ৩০ এপ্রিল শুক্রবার বেলা তিনটে নাগাদ হবে। ইতিমধ্যে দলের সমস্ত প্রার্থীদের কাছে বৈঠকের দিন ও সময় বদলের বার্তা পৌঁছে গিয়েছে। বৈঠকে থাকতে বলা হয়েছে প্রার্থীদের নির্বাচনী এজেন্টদেরও।

প্রসঙ্গত,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি ওই বৈঠকে তৃণমূলের ২৮৮ জন প্রার্থী এবং তাঁদের এজেন্টদের সঙ্গে গণনা প্রসঙ্গে আলোচনা করতে পারেন। ২০১১ বা ২০১৬ সালে বিধানসভা নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর এবং গণনার আগে তৃণমূলনেত্রী এমন কোনও বৈঠক করেননি। শুক্রবারের বৈঠকে গণনা নিয়ে দলকে কী নির্দেশ দেন তিনি, সে দিকেই তাকিয়ে তৃণমূল-প্রার্থীরা।

উল্লেখ্য,এবছর বিধানসভা ভোটে ২৯১ জন তৃণমূল প্রার্থী লড়াই করছেন। কিন্তু জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন হাসপাতালে চিকিৎসাধীন। অন্য দিকে, খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিংহ করোনা আক্রান্ত হয়ে সম্প্রতি মারা গিয়েছেন।ওই ভার্চুয়াল বৈঠকে বাকি ২৮৯ জন প্রার্থীর হাজির থাকার কথা।

RELATED ARTICLES

Most Popular