Homeএখন খবর১৯জোড়া হাত মিলল গোপীবল্লভপুরের গনবিবাহ অনুষ্টানে

১৯জোড়া হাত মিলল গোপীবল্লভপুরের গনবিবাহ অনুষ্টানে

নিজস্ব সংবাদদাতা: সমাজের দুস্থ এবং গরিব মানুষের পাশে দাঁড়াতে সত্যিই গোপীবল্লভপুরের ত্রিবেণী যুব জনকল্যাণ অরগানাইজেশন এর জুড়ি মেলা ভার।কারণ গোপীবল্লভপুর এর এই সেচ্ছাসেবী সংগঠনটি দীর্ঘ ১১ বছর ধরে গরিবের অভিভাবকের কাজ করে আসছে গণবিবাহ আয়োজনের মাধ্যমে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রতি বছর গোপীবল্লভপুরের প্রাণকেন্দ্র যাত্রা ময়দানে ডিসেম্বর মাসের ১২ তারিখ নিয়ম করে গণবিবাহের আয়োজন করে। এবছর এপর্যন্ত গোপীবল্লভপুরে ত্রিবেণী যুব সংগঠনের পক্ষ থেকে মোট ১১১১ জন পাত্র পাত্রীর হাত মিলিয়েছে। এবছর বৃহস্পতিবার সন্ধ্যায় গণবিবাহের আসরে মোট ১৯ জোড়া বিবাহের আয়োজন হয় যাত্রা ময়দানে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রী পাট গোপীবল্লভপুরের মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব গোষ্মামী। এছাড়াও উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক চুড়ামনী মাহাত,নয়াগ্ৰামের বিধায়ক দুলাল মূর্মূ স্থানীয় সমাজসেবক সত্যরঞ্জন বারিক সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষজন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুধু বিবাহের আইনি বৈধতা দেওয়ার মঞ্চ হিসাবে থাকেনি গোপীবল্লভপুরের গণবিবাহের আসর এখানে পাত্র পাত্রীর সামাজিক স্বীকৃতির সাথে সাথে দেওয়া হয় বিভিন্ন ধরনের পরিবারের ব্যবহারের টুকিটাকি বাসনপত্র গয়না।

RELATED ARTICLES

Most Popular