Homeএখন খবরসোনার দামে ব্যাপক পতন! পর পর দু'দিন নিম্নমুখী হলুদ ধাতু

সোনার দামে ব্যাপক পতন! পর পর দু’দিন নিম্নমুখী হলুদ ধাতু

ওয়েব ডেস্ক : গত সপ্তাহে এক টানা মূল্য বৃদ্ধির পর অবশেষে চলতি সপ্তাহে নিম্নমুখী সোনার দাম। বৃহস্পতিবারের পর শুক্রবারও এমসিএক্স গোল্ড ফিচারে সোনার দাম অনেকটাই পতনের দিকে এগিয়েছে। এদিন ১০ গ্রাম সোনার দাম কমেছে ০.৬৫%। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ৫১,৯৯০টাকা। গত সপ্তাহেই আকাশ ছোঁয়া ছিল সোনার দাম। কয়েক বছরের রেকর্ড ভেঙে ১০ গ্রামের দাম দাঁড়িয়েছিল ৫৬ হাজার টাকা। এর জেরে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছিল সাধারণ মানুষের। কিন্তু চলতি সপ্তাহে ফের সোনার দামের আচমকা পতনে আশার আলো দেখছে মধ্যবিত্ত।

বৃহস্পতিবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ০.৪ % কমেছিল। এর জেরে এই মূহুর্তে সোনার দাম খানিকটা কমে হয়েছিল ৫২,০৩৬ টাকা। এদিকে বৃহস্পতিবার রূপোর দাম বাড়লেও শুক্রবার সোনার সাথে পাল্লা দিয়ে দাম কমেছে রুপোরও। সেপ্টেম্বরের সিলভার ফিচারে ১% দাম কমেছে রুপোর। ফলে এক কেজিতে রুপোর দাম দাঁড়িয়েছে ৭০, ৩৪৫ টাকা। তবে বৃহস্পতিবারও রুপোর দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছিল। এমসিএক্স সূচকে গতকাল এক কেজি রুপোর দর ০.৪% বেড়ে দাঁড়িয়েছে ৬৭,০৫০ টাকা।

শুক্রবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম ৫৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। কলকাতায় এদিন ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ৫৪,৬৮০ টাকা। অন্যদিকে ২২ ক্যারেটের দাম হয়েছে ৫১,৯৯০ টাকা। তবে শুধু কলকাতা নয় অন্যান্য রাজ্যেও মোটের ওপর সামান্য পতন হয়েছে হলুদ ধাতুর। শুক্রবার চেন্নাইতে ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ৫৫, ৭৬০ টাকা। ২২ ক্যারেটের দাম ৫১,১১০ টাকা। মুম্বইতে সোনার দাম ২৪ ক্যারেটে ৫২,২০০ টাকা। ২২ক্যারেটে ৫১,২০০ টাকা। দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম ৫৫,১০০ টাকা।

RELATED ARTICLES

Most Popular