Homeএখন খবরশেকল কেটে মেদিনীপুরের মুক্ত আকাশে ককাটেল

শেকল কেটে মেদিনীপুরের মুক্ত আকাশে ককাটেল

নিজস্ব সংবাদদাতা , মেদিনীপুর শহরের  বহুতল আবাসনের ছাদে দেখা মিলল কাকাতুয়ার মতো দেখতে ককাটেল পাখির।শনিবার রাজ্যজুড়ে লকডাউনের দিনে মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বহুতল আবাসন “নির্মল নীড়” এর টপ ফ্লোরে দেখা মিললো অনেকটা সাদা কাকাতুয়ার মতো দেখতে একটি ককাটেল পাখির। শনিবার সকাল ৮ টা নাগাদ, অন্যান্য দিনগুলোর মতো ছাদে যান পেশায় ব্যাঙ্ককর্মী সায়ন্তন বন্দ্যোপাধ্যায়ের মা ও ছেলে। জামা কাপড় মিলতে গিয়ে দেখেন ছাদের এক দিকের দেওয়ালের উপর বসে রয়েছে এই ককাটেলটি।

বিষয়টি নজরে আসায় উনি উনার ছেলে সায়ন্তনকে ডেকে পাঠান। সায়ন্তন বাবু ও উনার স্ত্রীও সঙ্গে সঙ্গে ছাদে গিয়ে দেখেন কাকাতুয়ার মতো দেখতে সুন্দর ঝুঁটিওয়ালা একটি পাখি।তাঁরা পাখিটিকে কাকাতুয়া ভেবেছিলাম।পাখিটি অনেকক্ষণ এক‌ই জায়গায় বসে রয়েছে দেখে সায়ন্তন বাবু পাখিটিকে খাওয়ানো চেষ্টা করেন। কিন্তু কাছে যেতেই পাটি উড়ে পালিয়ে যায়। সায়ন্তন বাবু বলেন,”দীর্ঘ দিন রয়েছি এই আবাসনে,অনেকবার ছাদেও আসি। তবে এই ধরনের পাখি কোনদিন নজরে আসেনি। অনেকক্ষণ বসে রয়েছে দেখে ভাবলাম হয়তো পাখিটি ক্ষুধার্ত। তাই কাছে গিয়ে খাবার দেবার চেষ্টা করেছিলাম। কিন্তু উড়ে পালিয়ে গেল।”

তিনি আরও জানান যদি তিনি পাখিটি উদ্ধার করত পারতেন তবে সেটিকে তিনি বনদপ্তরের হাতে তুলে দিতাম। পাখিটির ছবি দেখে বন্যপ্রাণ প্রেমী ফোটোগ্রাফার অরিন্দম দাস বলেন এটি অষ্ট্রেলিয়ান প্রজাতির একটি টিয়া জাতীয় পাখি।এটির নাম ককাটেল। অরিন্দম দাসবাবু ও রবীন্দ্রনগরের বাসিন্দা নরসিংহ দাস বলেন, কাকাতুয়া টিকে দেখে মনে হয় কারো পোষ্য। হয়তো খাঁচা থেকে বেরিয়ে এসে এখানে পৌঁছে গেছে।

RELATED ARTICLES

Most Popular