Homeএখন খবরমেদিনীপুরে মল্লার সন্ধ্যায় মাতলেন সংস্কৃতি প্রেমিকরা

মেদিনীপুরে মল্লার সন্ধ্যায় মাতলেন সংস্কৃতি প্রেমিকরা

নিজস্ব সংবাদদাতা :মেদিনীপুরের অন্যতম প্রাচীন সাংস্কৃতিক প্রতিষ্ঠান মল্লার মিউজিক কলেজর ৪১ তম বার্ষিক অনুষ্ঠান হল বৃহস্পতিবার সন্ধ্যায়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক  অনন্যা মজুমদার।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উদ্বোধনী সঙ্গীত হিসেবে পরিবেশিত বিশ্বেশ্বর সরকারের লেখা ও সুরারোপিত “ভারত আমার” গানটিতে ভারতের বিভিন্নতার মধ্যে ঐক্য ও সম্প্রীতির চিত্র ফুটে ওঠে তেমনি অনুষ্ঠানের মুল সুরটিও উদ্ভাসিত হয়ে ওঠে। এরপর বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা সংস্থার সম্পাদক আশীষ সরকারের তত্ত্বাবধানে ও পরিচালনায় নানা ধরনের মনোগ্রাহী সঙ্গীত উপহার দেন  শিক্ষার্থীরা। অনুষ্ঠানের কচিকাঁচাদের দ্বারা পরিবেশিত হিন্দি ছড়া গান উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়। প্রখ্যাত সঙ্গীত স্রষ্টা সলিল চৌধুরীর একটি গান ছাড়াও বেশকিছু পুরানো দিনের গান অনবদ্য  ভাবে উপস্থাপন করেন মল্লারের শিল্পীরা।

 মার্জিত, পরিশীলিত এবং নিখুঁত পরিবেশনায় সবকটি গানই দারুন ভাবে মনোগ্রাহী হয়ে ওঠে দর্শকদের কাছে।সংগীত ছাড়াও বিশিষ্ট নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষিকা নন্দিতা সরকারের তত্ত্বাবধানে শাস্ত্রীয় নৃত্য, রবীন্দ্র নৃত্য,লোকনৃত্য সৃজনশীল নৃত্য সহযোগে এক মননশীল নৃত্যানুষ্ঠান উপহার দেন মল্লারের  শিল্পীরা।নৃত্যের ভঙ্গিমা,মুদ্রা,পোশাক, অভিব্যক্তি সবাটাই নন্দিতা সরকারের তত্ত্বাবধানে প্রায় নিখুঁত ভাবে উপস্থাপন করে মল্লারের শিল্পীরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী তাপস সিনহা, সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, সাহিত্যিক বিমল গুড়িয়া,কবি নির্মাল্য মুখোপাধ্যায়,সংস্কৃতি প্রেমী সুব্রত সরকার, বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী সুদীপ কুমার খাঁড়া, বিশিষ্ট শিক্ষানুরাগী অভিজিৎ জানা, বিশিষ্ট শিক্ষানুরাগী আরণ্যক আচার্যসহ অন্যান্য বিশিষ্টজনেরা। নিজের সূললিত কন্ঠ ও বাচন ভঙ্গীর সাহায্যে গোটা অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী শুভদীপ বসু। অনুষ্ঠান সূষ্ঠভাবে সম্পন্ন হওয়ার প্রতিষ্ঠানের সম্পাদক আশিস সরকার ও নন্দিতা সরকার প্রেক্ষাগৃহের সমস্ত শ্রোতৃ মন্ডলী এবং দর্শকমন্ডলীকে ধন্যবাদ জানান।

RELATED ARTICLES

Most Popular