Homeজাতীয়উত্তরপ্রদেশ৫ মিনিট অক্সিজেন বন্ধ করে 'মক ড্রিল’ ; শ্বাস নিতে না পেরে...

৫ মিনিট অক্সিজেন বন্ধ করে ‘মক ড্রিল’ ; শ্বাস নিতে না পেরে আগ্রায় মৃত ২২ জন রোগী

নিউজ ডেস্ক: মক ড্রিল’-এর জন্য পাঁচ মিনিট বন্ধ করে দেওয়া হয়েছিল হাসপাতালের অক্সিজেনের জোগান। আর তার জেরেই মৃত্যু হয়েছে ২২ জন রোগীর। উত্তরপ্রদেশের আগ্রার পরশ হাসপাতালের ভাইরাল ভিডিও ঘিরে রীতিমত উত্তাল সোশ্যাল মিডিয়া। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। বলা হচ্ছে এই ভিডিওটি ২৬ এপ্রিলের। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে যোগীর রাজ্যের এই বেহাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে। তবে ঘটনাটির কথা জানতে পেরেই নড়েচড়ে বসেছে প্রশাসনও। ভিডিওর প্রেক্ষিতে তদন্তের নির্দেশও দিয়েছেন আগ্রার জেলাশাসক।

ভিডিওতে ঐ বেসরকারি হাসপাতালে মালিক অরিঞ্জয় জৈন-কে বলতে শোনা গিয়েছে, গত ২৬ এপ্রিল তিনি রোগীদের অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন। পাঁচ মিনিটের জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ করে দিয়ে কারা বেঁচে থাকেন, তা দেখতে চেয়েছিলেন তিনি। তিনি বলেন, শেষে কাউকে না জানিয়েই সকাল সাতটায় পাঁচ মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয় অক্সিজেন। তখনই আমরা ২২ জন রোগীকে চিহ্নিত করি। বুঝতে পারি তাঁরা মারা যাবেন। কিছুক্ষণ পরই ওই ২২ জনের শরীর নীল হতে শুরু করে। এরপরই ওই ২২ জনের মৃত্যু হয়।“ এই ভিডিও প্রকাশ্যে আসতেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী-সহ বিরোধীরা বিজেপি তথা উত্তরপ্রদেশ সরকারের সমালোচনায় মুখর হয়েছেন। প্রত্যেকেই দোষীদের উপযুক্ত শাস্তির দাবী করেছেন।

এই বেসরকারী হাসপাতালটি এর আগেও আলোচনায় এসেছিল। এমনকি করোনার প্রথম ঢেউয়েও এই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু প্রশাসন শীঘ্রই হাসপাতালের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা উঠিয়ে দেয়, যা আজও প্রশ্নবিদ্ধ। এখন আবার হাসপাতালের অপারেটর অরিঞ্জয় জৈনের এই ভিডিও ভাইরাল হচ্ছে।

যদিও ২৬ এপ্রিল ঐ বেসরকারি হাসপাতালে ২২ জনের মৃত্যু হওয়ার দাবী উড়িয়ে দেন আগ্রার জেলাশাসক প্রভু এন সিং। তিনি দাবী করেন, ২৬ এবং ২৭ এপ্রিল পরশ হাসপাতালে মাত্র সাতজনের মৃত্যু হয়েছিল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জেলাশাসক বলেন, ‘ঐ কয়েকদিন অক্সিজেনের আকাল ছিল। কিন্তু মথুরা শোধনাগার থেকে হাসপাতালে অক্সিজেনের জোগান দেওয়া হয়।’ যদিও তাঁর আশ্বাস, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য খড়গপুর পোস্ট।

RELATED ARTICLES

Most Popular