Homeএখন খবরএবার রাজ্য সরকারের বিরুদ্ধে নামার প্রস্তুতি কলেজগুলির অস্থায়ী শিক্ষা কর্মীরা

এবার রাজ্য সরকারের বিরুদ্ধে নামার প্রস্তুতি কলেজগুলির অস্থায়ী শিক্ষা কর্মীরা

 নিজস্ব সংবাদদাতা: ২০২০ সালের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারকে আরেক বৃহত্তর আন্দোলনের সম্মুখে পড়তে হবে বলেই অনুমান করা হচ্ছে। গত কয়েক বছরে প্রাথমিক শিক্ষক, প্যারা টিচার, কম্পিউটার শিক্ষক সহ একগুচ্ছ আন্দোলন কাল ঘাম ছুটিয়েছে সরকারের শিক্ষাদপ্তরের। এবার সেই তালিকায় নাম উঠতে যাচ্ছে রাজ্যের কলেজগুলির শিক্ষাকর্মীরা। অশিক্ষক কর্মচারীদের একটি সংগঠন ২০২০সালের গোড়াতেই বড়সড় আন্দোলনের প্রস্তুতি নিতে চলেছে এমনই ইঙ্গিত মিলেছে কয়েকজন সংগঠকের কথায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কলেজের অশিক্ষক কর্মচারীরা জানাচ্ছেন, ” অত্যন্ত সামান্য পারিশ্রমিকে কাজ করেও আমাদের না আছে কাজের নিরাপত্তা, না আছে কাজের স্বীকৃতি, না আছে কোন নির্দিষ্ট বেতন পরিকাঠামো। অথচ এই সকল কর্মচারী বিহীন কলেজ অচল। মজার ব্যাপার হল  একবাক্যে কলেজ কর্তৃপক্ষ স্বীকার করে নিলেও তাদের ভবিষ্যত নিয়ে আজও সবাই উদাস।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সংগঠকরা জানাচ্ছেন, ” উচ্চ শিক্ষার প্রানকেন্দ্র মহাবিদ্যালয় গুলো যখন কর্মীর অভাবে ধুঁকছিল ঠিক তখনই কলেজকে স্বাভাবিক রাখতে বিগত বাম আমল থেকেই কলেজ পরিচালন সমিতির অনুমোদন ও অনুমতিক্রমে নিয়োগ প্রসেসকে মান্যতা দিয়ে এই সকল কর্মচারীদের নিয়োগ করা হয়েছিল। কিন্তু বছরের পর বছর কেউ ১০বা কেউ ১৫ বছর থেকে লাগাতার কাজ করে এলেও আজও তারা নিরাশ। কলেজ কর্তৃপক্ষ সহ সরকারের এদের নিয়ে না আছে কোন সদর্থক চিন্তাভাবনা।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাঁদের দাবি, ” ২০১৭ সাল থেকে সম্মিলিত ভাবে আমাদের ন্যায্য দাবী বারবার জানিয়ে এলেও আমরা কোন ইতিবাচক উত্তর পাইনি।
আমরা আমাদের স্থায়ী করতে বলিনি, আমরা চেয়েছি, আমরা যারা দীর্ঘদীন ধরে কলেজে যে কাজ করে আসছি তার নিশ্চয়তা, ৬০ বছর পর্যন্ত সেই কাজের নিরাপত্তা। সরকারী প্রতিষ্ঠানে আমরা যারা সরকারী কাজ করি তাদের সরকারী স্বীকৃতি সহ একটা সুনির্দিষ্ট বেতন পরিকাঠামো। আমরা তো এখন ও বেতন পাই, সেটা এক ই কাজ করে কলেজ অনুপাতে কেন পৃথক হবে‌। সেটার রাজ্য ব্যাপী সমান চাই।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সংগঠন সূত্রে জানা গেছে সোমবারই কলকাতায় এক বিশেষ বৈঠকে বসতে চলেছেন কমিটির নেতৃত্ব। সেখানেই ঠিক হবে আন্দোলনের রূপরেখা।
পশ্চিমবঙ্গ কলেজ অস্থায়ী কর্মচারী সংগঠনের রাজ্য সহসভাপতি তথা রাজ্য কমিটির সাংগঠনিক মুখপাত্র বলেন “কর্মরত অস্থায়ী কলেজ কর্মচারীদের মধ্যে স্থায়ীকরন না হলে মহামান্য হাইকোর্টের বিচারপ্রার্থী আমরা, সংবিধানকে মান্যতা দিতে চাই, কারন আমরা গনতন্ত্রের পূজারী, সংবিধান উপর সম্পূর্ন আস্থাশীল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
” তবে আদালতের আগে পথে নামতে চায় সংগঠন। রাজ্যের মানু্ষের কাছে আমাদের অবস্থান, দাবিগুলি জানিয়ে মানু্ষের সমর্থন চাইতে প্রথমে রাস্তায় নামব আমরা এরপর আদালতের দরজা তো খোলাই আছে। কোন পথে কি ভাবে এই আন্দোলন হবে তাই নির্ধারন হবে সোমবারের বৈঠকে।” জানালেন এক নেতা।

RELATED ARTICLES

Most Popular