Homeএখন খবরপরীক্ষা শুরুর কিছুক্ষনের মধ্যেই কি ফাঁস বাংলার প্রশ্নপত্র ? নীরব পর্ষদ

পরীক্ষা শুরুর কিছুক্ষনের মধ্যেই কি ফাঁস বাংলার প্রশ্নপত্র ? নীরব পর্ষদ

নিজস্ব সংবাদদাতা: বোধহয় শেষ রক্ষা হলনা এবারও। বজ্র আঁটুনির ফসকা গেরো পেরিয়ে কি প্রথম দিনেই ফাঁস হয়ে গেল মাধ্যমিক ২০২০র প্রশ্নপত্রও। ২০১৯য়ে পরীক্ষা ফাঁসের ঘটনায় রেকর্ড গড়ে ছিল মধ্যশিক্ষা পর্ষদ। সাতটি পরীক্ষার সাতটিতেই প্রশ্ন ফাঁস হয়ে রেকর্ড গড়েছিল পর্ষদ। প্রায় গিনেশ বুকে নাম তোলার ঘটনা ঘটেছিল সেবার। সম্ভবত ব্যতিক্রম হলনা এবারও । আরও কড়াকড়ি হয়েছিল পর্ষদ কিন্তু শেষ অবধি সফল হল কিনা বলবে সময়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এবার বাড়তি নিরাপত্তা হিসাবে পরীক্ষা চলাকালীন রাজ্যের প্রধান ৪২টি জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। যাতে হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে ফাঁস হওয়া না ছড়িয়ে না পড়ে। কিন্তু তা সত্ত্বেও মাধ্যমিকের প্রথমদিনেই প্রশ্ন বিভ্রাট। পরীক্ষা শুরু কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল প্রথম ভাষা বাংলার প্রশ্নপত্র। কিন্তু ভাইরাল প্রশ্নটিতেই পরীক্ষা হচ্ছে কি না, তা স্পষ্ট হবে বেলা ৩ টেয় পরীক্ষা শেষের পর।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
২০১৯-এর মাধ্যমিকে লাগাতার প্রশ্নফাঁসে বেকায়দা পরিস্থিতিতে পড়তে হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদকে। সেই কারণে চলতি বছরের মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছিল পর্ষদ। কিন্তু তা সত্ত্বেও এবারও প্রথম ভাষা বাংলার পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি প্রশ্নপত্র। যার ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে পর্ষদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। যদিও এবিষয়ে এখনও মধ্যশিক্ষা পর্ষদের তরফ কোনও প্রতিক্রিয়া মেলেনি।

RELATED ARTICLES

Most Popular