Homeএখন খবরSiliguri: শিলিগুড়ির হোটেলে অভিযান চালিয়ে ২কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত ২ জালিয়াতকে গ্রেপ্তার...

Siliguri: শিলিগুড়ির হোটেলে অভিযান চালিয়ে ২কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত ২ জালিয়াতকে গ্রেপ্তার করল মুম্বাই পুলিশ

নিউজ ডেস্ক: প্রায় আড়াই হাজার কিলোমিটার পাড়ি দিয়ে শিলিগুড়ি থেকে ২জালিয়াতকে গ্রেপ্তার করল মুম্বাই পুলিশ। সোমবার শিলিগুড়িতে মুম্বাই পুলিশের এই অভিযানের  খবরে চাঞ্চল্য ছড়ায় শহরজুড়ে। জানা গেছে মুম্বাই মহানগরে ২ কোটি টাকার প্রতারণার পর  শিলিগুড়ির একটি হোটেলে আত্মগোপন করেছিল ওই দুই প্রতারক। মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হল অশ্বিন পাটেল ও রামকুমার। অভিযুক্ত দুই জন সুরাট এবং রাজস্থানের বাসিন্দা বলে জানা গিয়েছে।

এই অপারেশনের দায়িত্বে থাকা মুম্বাই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, পাটেল ও রামকুমার ও আরও কয়েকজন ব্যক্তি মিলে মুম্বাইয়ে একটি চিট ফান্ড জাতীয় সংস্থা খুলে মাত্র কয়েকবছরে টাকা দ্বিগুণ করে দেওয়ার নাম করে অনেকের সঙ্গে প্রতারণা করে । ওই সংস্থাতেই এক ব্যক্তি নগদ দুই কোটি টাকা লগ্নি করেছিলেন আর তার পরে পরেই ঝাঁপ বন্ধ করে চম্পট দেয় প্রতারক দলটি।

ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নেমে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে। কিন্তু ওই কোম্পানির দুই ব্যক্তির খোঁজ চালিয়েও তাদেরকে ধরা যাচ্ছিলোনা। তারা পালিয়ে কলকাতায় এসেছিল বলেই খবর পেয়েছিলো মুম্বাই পুলিশ। অবশেষে ওই দুই অভিযুক্তের মোবাইল ট্র্যাক করে তাদের শিলিগুড়ি বিধান রোডের একটি হোটেল থেকে গ্রেফতার করলো মুম্বাই পুলিশের একটি দল।

ধৃতদের সোমবার শিলিগুড়ি আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে।মুম্বাই পুলিশের আধিকারিক জানিয়েছেন তাদের সঙ্গে আরও কয়েকজন মিলে এক ব্যক্তির দু’কোটি টাকা বাড়িয়ে দেওয়ার জন্য জমা নেয় এবং তার পরই তাদের অফিস বন্ধ করে পালিয়ে যায়। অভিযুক্তদের নিয়ে যাওয়া হবে মুম্বাই।

মুম্বাইয়ের লোকমান্য তিলকের অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইনস্পেকটর সুদর্শন পটেল জানান, একটি অর্থলগ্নি সংস্থার নামে মোটা অঙ্কের সুদের টোপ দিয়ে মুম্বইয়ের এক ব্যক্তির কাছ থেকে দু’কোটি টাকা হাতিয়ে নেয় অশ্বিন পটেল, রাম কুমার সহ কয়েকজন। পরে ওই ব্যক্তি সংশ্লিষ্ট সংস্থার লোকেদের সঙ্গে যোগাযোগ করলেও তাদের ফোন বন্ধ ছিল বলে জানা যায়। পরে দেখা যায়, ওই সংস্থাটিও বন্ধ হয়ে গিয়েছে। বিষয়টিতে সন্দেহ হলে ওই ব্যক্তি গত ১৯ জুলাই পুলিশের কাছে অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কয়েকজনকে গ্রেপ্তার করে মুম্বই পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি অভিযানে শিলিগুড়িতে পৌঁছোয় মুম্বই পুলিশের একটি দল। এরপর স্থানীয় পুলিশের সহযোগিতায় ঘটনায় জড়িত দু’জনকে গ্রেপ্তার করা হয়।তারা বিধান মার্কেটের একটি হোটেলে আশ্রয় নিয়েছিলেন বলে জানা যায়।

RELATED ARTICLES

Most Popular