Homeএখন খবরকরোনা উপসর্গ নিয়ে চিকিৎসা করাতে গিয়ে ক্যান্সার ধরা পড়ল মুন্নাভাইয়ের, ভক্তদের কাছ...

করোনা উপসর্গ নিয়ে চিকিৎসা করাতে গিয়ে ক্যান্সার ধরা পড়ল মুন্নাভাইয়ের, ভক্তদের কাছ থেকে ছুটি আমেরিকায় যাচ্ছেন অভিনেতা

ওয়েব ডেস্ক : ভাবা হয়েছিল হয়ত করোনায় আক্রান্ত কিন্তু ভুল ভাঙল যখন তখন মহা সর্বনাশ! স্টেজ ফোর ক্যান্সারে আক্রান্ত মুন্না ভাই। জীবন ভর একের পর এক জ্বলন্ত সমস্যায় কেটেছে জীবন। মাদক থেকে বেআইনি অস্ত্রের ব্যবহার, দীর্ঘ জেল জীবন কাটিয়ে সবে মাত্র থিতু হয়ে বসা আর তার মধ্যেই নিদারুণ দুঃসংবাদ বলিউডে। চলতি বছরে বলিউড থেকে একের পর এক খারাপ খবর উঠে আসছে। এবার সেই তালিকায় যুক্ত হল সঞ্জয় দত্তের নাম। জানা গিয়েছে, মারণ রোগ ক্যান্সারে ভুগছেন সঞ্জয় দত্ত। তাও আবার প্রাথমিক পর্যায়ে নয়। মুন্নাভাইয়ের ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে স্টেজ-ফোরে।

গত ২দিন ধরেই শ্বাসকষ্ট এবং বুকে যন্ত্রণায় ভুগছিলেন সঞ্জয় দত্ত৷ এরপর গত শনিবার সন্ধ্যায় তাকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রথম অবস্থায় উপসর্গ দেখে অভিনেতা করোনায় আক্রান্ত মনে করা হয়েছিল। কিন্তু সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ায়, তিনি যে করোনায় আক্রান্ত নন তা বুঝতে পারেন অনুরাগীরা। এদিকে প্রিয় অভিনেতা সুস্থ হয়ে উঠেছেন ভেবে যখন স্বস্তিতে অনুরাগীরা, ঠিক সেই সময় এই দুঃসংবাদে উদ্বেগ ছড়ায়।

সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অনুরাগীদের উদ্দেশ্যে সঞ্জয় দত্ত জানান, চিকিৎসার কারণে কাজ থেকে বেশ কয়েকদিনের জন্য ছুটি নিচ্ছেন অভিনেতা। পরে জানা যায় তাঁর শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ ক্যান্সার। তিনি ক্যান্সারের চিকিৎসা করাতে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি নেই, সেকারণে হাসপাতালের এক সূত্র মারফৎ অভিনেতার ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। জানা গিয়েছে, সোমবার শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬১ বছর বয়সী বলিউড তারকা সঞ্জয় দত্ত। তিনি করোনায় আক্রান্ত মনে করে প্রথম অবস্থায় করোনা টেস্ট করা হয়। তবে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্টে দেখা যায় তিনি করোনা নেগেটিভ।

অভিনেতা করোনা আক্রান্ত নন, এটা রিপোর্ট দেখে স্পষ্ট হওয়ার পর উপসর্গ দেখে সঞ্জয় দত্ত ক্যান্সারে আক্রান্ত কিনা তা যাচাই করা হয়। এবং নানারকম পরীক্ষার পর সেই রিপোর্ট পজিটিভ আসে। জানা যায় বহুদিন ধরেই তিনি ফুসফুসে ক্যানসারে ভুগছেন। কিন্তু এতদিন কোনোরকম উপসর্গ বোঝা যায়নি। তবে যে চিকিৎসক জনপ্রিয় বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের চিকিৎসা করছিলেন, তিনি এখনও পর্যন্ত অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

RELATED ARTICLES

Most Popular