Homeএখন খবরনারায়নগড়ে দুঃস্থ মানুষদের পাশে কৃষি বিকাশ শিল্প কেন্দ্র

নারায়নগড়ে দুঃস্থ মানুষদের পাশে কৃষি বিকাশ শিল্প কেন্দ্র

সুব্রত দাস: করোনা পরিস্থিতিতে এলাকার দুঃস্থ মানুষদের হাতে ত্রাণ তুলে দিল তপশীল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র।সোমবার সংস্থার পক্ষ থেকে নারায়ণগড় ব্লকের কাশীপুর ৭ নং পঞ্চায়েতের মারকুন্ডা গ্রামের প্রায় ১০০ টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়। সংস্থা এই গ্রামে প্রায় ১৬০০ বিঘা জমিতে প্রজেক্টের কাজ করে চলেছে। তারই অঙ্গ হিসেবে এদিন পিছিয়ে পড়া এলাকার বর্তমান কর্মহীন মানুষজনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এই উদ্যোগ বলে জানান সংস্থার কর্মকর্তারা।

ত্রান হিসেবে সংস্থার তরফে আলু, পেঁয়াজ, সোয়াবিন, সরষের তেল, মশলা প্রভৃতি নিত্য প্রয়োজনীয় জিনিষ তুলে দেওয়া হয়।একইসঙ্গে সচেতনতার বার্তা দিয়ে প্রত্যেকের হাতে একটি করে সাবান এবং সঙ্গে একটি করে মাক্স তুলে দেওয়া হয়। সংস্থার তরফে কর্মকর্তারা সোস্যাল ডিসট্যান্সিং বজায় রেখে মুখে মাস্ক পরে হাতে হাতে এক এক জনকে আলাদা আলাদা ভাবে জিনিষপত্র তুলে দেন।

করোনা প্রতিরোধে বারে বারে সাবান দিয়ে হাত ধোয়া, বাড়িতে থাকা, মাস্ক ব্যবহারের সচেতনতা বার্তা দেওয়া হয়েছে।পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কম্পোসাইট এগ্রিকালচারাল ফার্মিং,মাল্টি লেয়ার এগ্রিকালচারাল ফার্মিং,ফিসারি,হার্বেল কাল্টিভেসন এই প্রোডাক্টগুলো নিয়ে এলাকার দুঃস্থ কৃষকদের কাছে গিয়ে দাঁড়িয়ে তাদেরকে সমৃদ্ধশালী করে গড়ে তোলাই হচ্ছে মূল লক্ষ্য সংস্থার।

উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার দায়িত্ব থাকা সদস্য অচিন্ত্য প্রধান,এলাকার পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, এলাকার বিশিষ্ট সমাজসেবী সহ এই সংস্থার সদস্যরা। আগামীদিনেও মানুষের পাশে দাঁড়ানোর জন্য বহুবিধ কর্মসূচি নেওয়া হবে বলে তাঁরা জানিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular