Homeএখন খবরট্রেন চালুর আগে নয়া সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের! সোমবার থেকে মেয়াদ শেষ হয়ে...

ট্রেন চালুর আগে নয়া সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষের! সোমবার থেকে মেয়াদ শেষ হয়ে যাওয়া মান্থলি টিকিটের মেয়াদ বৃদ্ধির কাজ শুরু করবে রেল

ওয়েব ডেস্ক : করোনা সংক্রমণের জেরে গত মার্চে আচমকা লকডাউনের জেরে বন্ধ হয়ে গিয়েছিল লোকাল ট্রেন৷ দীর্ঘ প্রতিক্ষার পর আগামী বুধবার থেকে ফের রাজ্যে চালু হচ্ছে লোকাল ট্রেন৷ কিন্তু ট্রেন বন্ধ হওয়ার সময় অনেক যাত্রীদেরই মান্থলি বা সিজন টিকিট কাটা ছিল, এদিকে দীর্ঘদিন ট্রেন বন্ধ থাকায় তাঁদের অনেকেরই সেই টিকিটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে৷ তবে মেয়াদ শেষ হওয়া টিকিটের কী হবে, তা নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তায় ছিলেন যাত্রীরা৷

কিন্তু এবিষয়ে ইতিমধ্যেই রেলের তরফে নয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যা স্বাভাবিকভাবেই বেশ খানিকটা স্বস্তিতে ফেলেছে সাধারণ যাত্রীদের। এই বিষয়ে রেলের তরফে যাত্রীদের আশ্বস্ত করে জানানো হয়েছে, ট্রেন বন্ধ হওয়ার আগে যেসকল যাত্রীরা মান্থলি বা সিজন টিকিট কেটেছিলেন সেই সমস্ত যাত্রীদের টিকিটের মেয়াদ শেষ হয়ে গেলেও সেই মেয়াদ বাড়িয়ে দেওয়া হবে৷ অর্থাৎ পুরোনো মান্থলি টিকিটেই আপাতত ট্রেনে যাতায়াত করতে পারবেন সাধারণ যাত্রীরা৷ অর্থাৎ, যেহেতু অনেক যাত্রী একমাস, দু’মাস, এমনকি ছ’মাস পর্যন্ত টিকিট কেটে রাখেন, ফলে যাত্রীদের টিকিটের মেয়াদ ট্রেন বন্ধের পর যত দিন বাকি ছিল, বর্তমানে তাঁদের টিকিটের মেয়াদ ততদিন বাড়িয়ে দেওয়া হবে৷

এদিকে ইতিমধ্যেই রেলের তরফে জানানো হয়েছে, টিকিট কাউন্টারে গিয়েই পুরোনো মান্থলি টিকিটের মেয়াদ বাড়িয়ে নিতে হবে যাত্রীদের৷ তবে বুধবার থেকে ট্রেন চালু হলে সেক্ষেত্রে কাউন্টার থেকেই সিজন টিকিটের মেয়াদ বাড়াতে রেলের টিকিট কাউন্টারে যে লম্বা লাইন পড়বে, এটাই স্বাভাবিক৷ আর তাতে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যায়না৷ ফলে ভিড় রুখতে ও পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে ট্রেন চালুর আগেই আগামী সোমবার সকাল ৮টা থেকেই রেলের টিকিট কাউন্টারগুলিতে পুরনো মান্থলি টিকিটের মেয়াদ বৃদ্ধির কাজ করা হবে বলেই রেলের তরফে জানানো হয়েছে।

RELATED ARTICLES

Most Popular