Homeএখন খবরসাবধান! আপনার ব্যাঙ্কের খাতা ফাঁকা করতে এখন আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করছে...

সাবধান! আপনার ব্যাঙ্কের খাতা ফাঁকা করতে এখন আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করছে হ্যাকাররা, কী ভাবে বাঁচবেন জেনে নিন

টেক ডেস্ক: ইন্টারনেটের সহজলভ্যতা একদিকে যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত চাহিদার ঘাটতি পূরণ করে দেয়, অনেক কিছু সহজেই হাতের মুঠোয় এনে দেয়, ঠিক ততটাই আমাদের হাজার রকম বিপদের মুখেও কিন্তু ঠেলে দিচ্ছে। হ্যাকারদের নিত্য নতুন ফন্দি আর উন্নত প্রযুক্তির যুগলবন্দীতে মানুষের নাভিশ্বাস উঠছে।

সম্প্রতি এমনই একটি উন্নত পদ্ধতিকে হাতিয়ার করে বিশ্বব্যাপী সাইবার সুরক্ষা সংস্থা পালো অল্টো একটি নতুন ভাইরাস তথা ম্যালওয়ার আবিষ্কার করেছে, যে ম্যালওয়ার খুব সহজে হ্যাক করে নিতে পারে গুগল ক্রোমে সংরক্ষিত ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড। এছাড়া অ্যাক্সেস করতে পারে সেভ থাকা ক্রেডিট কার্ডের তথ্যও। এছাড়া ম্যাকের ব্যাক আপ নিলে আইফোনের টেক্সট পর্যন্ত হ্যাক করতে পারে এই ভাইরাস। পালো নেটওয়ার্কের একজন আধিকারিক জানিয়েছেন, এই ভাইরাসের নাম কুকীমাইনর। এই ভাইরাস সহজেই চুরি করতে পারে ক্রিপ্টো কারেন্সির সাথে যুক্ত তথ্য এবং গ্রাহকের ভিজিট করা ওয়ালেটের তথ্য।

এই ভাইরাস ক্রোমে সেভ হওয়া পাসওয়ার্ড এবং itune Backup এর মাধ্যমে খুব সহজে Iphone- এর সিকিউরিটি ভেঙে টেক্সট ম্যাসেজগুলি চুরি করতে পারে। অধ্যায়নকর্তাদের মতে,”কোনও ধরণের আগের হামলার ওপর ভিত্তি করে, চুরি করা লগ ইন তথ্য ব্যবহার করে আপনার তথ্য তথা টাকাও তুলে নিতে পারে।

যদি কোনও ফ্রড ব্যক্তি এই ভাইরাস ব্যবহার করে থাকেন এবং তথ্য গ্রহণের পরে সে যদি তা ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট ওপেন করতে সক্ষম হয়ে যান তবে, খুব সহজে সে আপনার থেকে ছিনিয়ে নিতে পারবে আপনার ওয়ালেট এর কন্ট্রোল।

তবে, এই ভাইরাস সহজে নিজে থেকে কিছু অ্যাক্সেস করতে পারেনা। ভুল বসত কোনও সাইট থেকে কিছু ডাউনলোড করার সময় এই ভাইরাস চলে আসতে পারে আপনার কম্পিউটার অথবা ফোনে। সেখানেই আপনাকে বলা হবে Accept করতে। Accept করার সাথে সাথে নিজের কাজ শুরু করে দেবে এই ম্যালওয়ার।

তাই উন্নত প্রযুক্তি ব্যবহার করতে গেলে সজাগ থাকা দরকার সকলেরই। কারণ আপনার ছোট্ট একাটা ভুল বা সামান্য অসাবধানতা আপনার বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

RELATED ARTICLES

Most Popular