Homeএখন খবরএবার ভারতে আসছে দুনিয়ার সেরা স্পোর্টস বাইক Ducati ! কেন এর দাম...

এবার ভারতে আসছে দুনিয়ার সেরা স্পোর্টস বাইক Ducati ! কেন এর দাম ১৫.৫ লাখ? জেনে নিন কী বিশেষত্ব থাকছে এতে

The premium super bike maker Ducati is coming to India soon with a great bike called Ducati SuperSport 950. Although very popular with bikers around the world, this bike has previously been sold elsewhere outside the Indian market. The company has updated the design and some specifications and is now launching the bike in India. It is learned that they will sell these bikes in the country market within the coming year. The Rs 15.5 lakh bike is already being prepared for rehearsals on Indian roads.

টেক ডেস্ক: বাইক প্রিয় ভারতের তরুণ বাইকারদের জন্য দারুন খবর! ভারতে শীঘ্রই আসতে চলেছে প্রিমিয়াম সুপার বাইক প্রস্তুতকারী কোম্পানির Ducati নামের একটি অসাধারণ বাইক, যার নাম Ducati SuperSport 950। সারা বিশ্বের বাইকারদের কাছে দারুন জনপ্রিয় যদিও এই বাইকটি এর আগে ভারতের বাজারের বাইরে অন্যান্য জায়গায় বিক্রি হত। এবার কোম্পানি ডিজাইন ও কিছু স্পেসিফিকেশন আপডেট করে এবার বাইকটি ভারতে লঞ্চ করছে। আসছে বছরের মধ্যেই দেশের বাজারে এই বাইক বাইক তারা বিক্রি করবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ভারতের সড়কে তার মহড়ার প্রস্তুতিও নেওয়া হয়ে গেছে।

Ducati SuperSport 950 বাইকের স্পেসিফিকেশন-
Ducati SuperSport 950 বাইকে 937 সিসির Testasrata টুইন সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিন 9000 rpm-এ 108 bhp পাওয়ার এবং 6500 rpm- এ 93 Nm টর্ক উৎপন্ন করতে পারে। এই বাইকের ইঞ্জিন ইউরো 5 ইমিশন নর্ম বিশিষ্ট। বাইকের রাইড আরামদায়ক করার জন্য চাকায় Marzocchi কোম্পানির 43 মিলিমিটারের আপসাইড ডাউনফর্ক এবং মোনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। অন্যদিকে এই বাইকের অন্য একটি মডেল SuperSport 950S বাইকে Ohlins কোম্পানির মোনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে।

Ducati SuperSport 950 আশা করা যায় পরবর্তী বছর অর্থাৎ 2021-এর মাঝে বরাবর ভারতের বাজারে লঞ্চ করবে। এই বাইকটি ভারতে লাঞ্চ করলে এক্স শোরুম মূল্য প্রায় 15.49 লাখ টাকা হবে। এই বাইকটি ভারতে লঞ্চ করে গেলে জনপ্রিয় Kawasaki Ninja 1000 কঠিন প্রতিদ্বন্দ্বীতা মুখে পড়বে বলে মনে করা হচ্ছে।

এই নতুন বাইকের লুক আপনাকে মুগ্ধ করবে। Ducati SuperSport 950 বাইকটির বডি প্যানেলে অনেক রকম কাজ হবে, যার জন্য এটি জনপ্রিয় Ducati Panigale সুপার বাইকের মতোই দেখতে হবে। এছাড়াও বর্তমানে কোম্পানি Ducati Panigale V4 বাইকটিকেও আপগ্রেড করছে। তারা এই জনপ্রিয় বাইককে আরও আকর্ষনীয় লুক দিতে এই নতুন ফেয়ারিং ও টুইন এয়ার ভেন্ট লাগানোর পরিকল্পনা করেছে।

RELATED ARTICLES

Most Popular