Homeএখন খবরনির্ভয়া কান্ডে ফাঁসি ২২ তারিখেই, দুই ধর্ষকের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

নির্ভয়া কান্ডে ফাঁসি ২২ তারিখেই, দুই ধর্ষকের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার নির্ভয়া কান্ডের ২জন ধর্ষকের মৃত্যুদণ্ড মকুবের আরজি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট আর তাতেই পরিষ্কার হয়ে গেল যে নেতাজীর জন্মদিনের আগের দিনই ফাঁসি হচ্ছে এই কাণ্ডে সাজাপ্রাপ্ত চার ধর্ষকের।    এই চারজনের ২জন ফাঁসি মুকুবের জন্য আবেদন জানিয়েছিল। বিচারপতি এনভি রামান্না, অরুণ মিশ্র, আরএফ নারিম্যান, আর ভানুমতী ও অশোক ভূষণের ডিভিশন বেঞ্চ সেই আবেদনের শুনানি করে জরুরি ভিত্তিতে এবং রায় দেন যে ওই সাজা মুকুব হবেনা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এর ফলে আগামী ২২ জানুয়ারি নির্ভয়ার ধর্ষকদের ফাঁসিতে ঝোলানোর বিষয়ে আর কোনও বাধা রইল না বলেই মনে করছেন আইনজীবীদের একাংশ। তবে ক্ষীন একটি সম্ভাবনা এখনও রয়েছে। ওই চারজন  রাষ্ট্রপতির কাছে ওই দুই ধর্ষকের প্রাণভিক্ষার আবেদন জানাতে পারে। কিন্তু অভিজ্ঞমহল জানাচ্ছে এক্ষেত্রে তাতে খুব বেশি লাভ হওয়ার নয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নতুন বছরের ৭ জানুয়ারি দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট নির্ভয়ার চার ধর্ষককে ২২ জানুয়ারি সকাল সাতটার সময় ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দিয়েছিল। এরপরই সুপ্রিম কোর্টে এই রায় পুনর্বিবেচনার আবেদন জানায় দুই ধর্ষক বিনয় শর্মা (২৬) ও মুকেশ কুমার (৩২)। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ আজ এই মামলার রায় দেবে বলে জানায়। সেই অনুযায়ী মঙ্গলবার দুপু্রে ওই দুই সাজাপ্রাপ্তের মৃত্যুদণ্ড মকুবের আবেদন খারিজ করল তারা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এর আগেও সু্প্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল বিনয় ও মুকেশ। সেটাও খারিজ করে সু্প্রিম কোর্ট। অবশ্য শুধু তারাই, নয় বাকি দুজন অক্ষয় কুমার সিং ও পবন গুপ্তার আইনজীবীরাও বহুবার সাজা মকুবের আরজি জানিয়েছিলেন দেশের শীর্ষ আদালতে। কিন্তু, সেসবই বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। গত সাত তারিখ ফাঁসির নির্দেশ দেওয়া হতেই রায় পুনর্বিবেচনার আবেদন নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় বিনয় ও মুকেশ। কিন্তু, তা খারিজ করে দিল পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শীর্ষ আদালতের এই নির্দেশের পরে নির্ভয়ার মা খুশি । জানিয়েছেন, আমার কাছে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, গত সাত বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছি আমি। তবে আগামী ২২ জানুয়ারি ওরা যখন ফাঁসিতে ঝুলবে সেটাই আমার কাছে সবথেকে বড় দিন হবে। ২২ জানুয়ারি তিহাড় জেলে ফাঁসিতে ঝোলানো হবে দিল্লির নির্ভয়াকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার অপরাধীকে। তবে তার আগে ফাঁসিকাঠের সামনে এসে দাঁড়ায় পবন গুপ্ত, অক্ষয় কুমার, বিনয় শর্মা এবং মুকেশ শর্মা। চালানো হয় চুড়ান্ত মহড়া ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেখানে চার দোষীর ওজন অনুসারে ইট-পাঁথর ভর্তি বস্তা ঝুলিয়ে ফাঁসিকাঠ পরীক্ষা করা হয়। জানা গেছে অপরাধীদের গলার মাপ নেওয়ার সময়ই কান্নায় ভেঙে পড়ে নির্ভয়াকাণ্ডের চার আসামি। পরীক্ষার পর উত্তরপ্রদেশের কারা বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বলে তিহাড় জেল কর্তৃপক্ষ। ২২ জানুয়ারি তিহাড়ের ৩ নম্বর জেলের কক্ষে ফাঁসিতে ঝোলানো হবে নির্ভয়ার অপরাধীদের। তারপর চিকিৎসক মৃত্যু নিশ্চিত করার পর তুলে দেওয়া হবে পরিজনদের হাতে। 

RELATED ARTICLES

Most Popular