Homeএখন খবরএনডিএর জয় ঘোষণা অমিত শাহের, বিহারে ফের মুখ্যমন্ত্রীর আসনে নীতিশ কুমার

এনডিএর জয় ঘোষণা অমিত শাহের, বিহারে ফের মুখ্যমন্ত্রীর আসনে নীতিশ কুমার

ওয়েব ডেস্ক : করোনা পরিস্থিতির জেরে অন্যান্যবারের তুলনায় এবছর ধীর গতিতে চলছে গননা। সেকারণে মঙ্গলবার সকাল ৮টায় গননা শুরু হলেও এদিন মধ্যরাত পর্যন্ত চলবে গণনাকার্য। ফলে গণনা একেবারে শেষপর্যায়ে গিয়ে মধ্যরাতেই এনডিএর জয়ের কথা একপ্রকার ঘোষণাই করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শেষপাওয়া খবর অনুযায়ী এনডিএ ম্যাজিক ফিগার পার করে ১২৬-এ দাঁড়িয়ে। মহাজোট ১০৯। ফলে এদিন রাতেই প্রধানমন্ত্রী মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে স্বাগত জানালেন। শুধু তাই নয়, বিহারে পুনরায় এনডিএ সরকারকে বেছে নেওয়ায় বিহারবাসীকে ধন্যবাদ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে বিহারে যে ফের নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী পদে বসছেন তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিন গননার একেবারে শেষ পর্যায়ে দলকে শুভেচ্ছাবার্তা জানিয়ে একাধিক টুইট করেন অমিত শাহ। তিনি টুইটবার্তায় বলেন, “বিহারে সব শ্রেণির মানুষ আরও একবার জাতপাত ও তোষণের রাজনীতি বিরুদ্ধে ও এনডিএর উন্নয়ণের পতাকা তুলে ধরেছেন। এই জয় প্রতিটি বিহারবাসীর আকাঙ্খা ও স্বাধীন চিন্তার জয়। এই ফল নরেন্দ্র মোদী ও নীতীশ কুমারের উন্নয়ণের রাজনীতির ফল। বিহারের উন্নয়ণ, সুশাসনকে মর্যাদা দেওয়ার জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদ। বিশেষকরে মহিলা ও যুবাদের কাছে আমরা কৃতজ্ঞ।” এদিকে এদিন গননার একেবারে শেষপর্যায়ে এনডিএকে সংখ্যগরিষ্ঠতার দিকেই এগোতে দেখা যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী ২৪৩ আসনের বিহার বিধানসভার ১৬৫ আসনে ফল ঘোষণা হয়েছে। এই ১৬৫ আসনের মধ্যে এনডিএ পেয়েছে ৮৩ টি আসন। মহাজোট পেয়েছে ৭৬ আসন। মিম জিতেছে ৪ আসনে, বিএসপি ১, এলজেপি ১ ও নির্দল ১টি আসন পেয়েছে।

এদিকে গননার ফলাফল যখন একেবারেই এনডিএ-র দিকে, সেসময়, এই পরিস্থিতির মধ্যেই বিহারের বিদায়ী মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে ভোট গণনায় প্রভাব খাটানোর অভিযাগ আনল আরজেডি ও কংগ্রেস। এর জেরে মঙ্গলবার রাতেই আরজেডি-র প্রতিনিধি দল নির্বাচন কমিশনের অফিসে গিয়ে এনডিএ-র বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল। এবিষয়ে কংগ্রেস নেতা অখিলেশ সিং বলেন, “গণনায় ব্যাপক গোলমাল রয়েছে। নির্বাচন কমিশনের কাছে আমরা এর বিচার চাই। এদিকে, মহাজোট ১১৯ আসন পেয়েছে বলে একটি তালিকাও প্রকাশ করেছে আরজেডি।”

এদিকে বিহার নির্বাচনে নাকি ভালো ফল পেয়েছে সিপিএম। এমনটাই দাবি করলেন সীতারাম ইয়েচুরি। এবিষয়ে তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘বিহারে আমাদের স্ট্রাইক রেট ৮০ শতাংশ। বেশি আসন পেলে আমরা মহাজোটের পাশে দাঁড়াতে পারতাম। অন্যদিকে, দলের ভালো ফলে খুশি মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি। তেলঙ্গানায় তাঁর বাড়ির সামনে উত্সব শুরু করে দিয়েছে সমর্থরা। মিম প্রধান বলেন, বিহারের মানুষ আমাদের সম্মানিত করেছে। আমাদের কাছে এটি বড় পাওনা। যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তা মেটানোর চেষ্টা করব।”

RELATED ARTICLES

Most Popular